টুইটার অ্যাকাউন্ট খুলছে না বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারীর। বৃহস্পতিবার আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট Downdetector.com এ বিষয়ে জানিয়েছে। ব্যবহারকারীরা টুইট করতে বা অ্যাক্সেস করতে পারছেন না বলে জানিয়েছেন। কিছু ব্যবহারকারীদের রিপোর্ট অনুযায়ীওয়েবে, মোবাইল অ্যাপে এবং TweetDeck-এ টুইটার অ্যাক্সেস করা যাচ্ছে না।'আপনাদের কেউ কেউ টুইটার অ্যাক্সেস করতে পারছেন না। আমরা সেটা ঠিক করতে এবং সবার জন্য টুইটার সচল করার বিষয়ে কাজ করছি,' টুইট করেই জানিয়েছে টুইটার।IST বিকেল সাড়ে পাঁচটার দিকে বেড়ে যায়। পৌনে ৬টা নাগাদ প্রায় ৫৪,৬০৯টি রিপোর্ট রয়েছে।টুইটার পরিষেবা ভারতে আপাতত স্বাভাবিকভাবেই কাজ করছে বলে মনে করা হচ্ছে। সন্ধ্যা ৬টা ১০ নাগাদ ডাউনডিটেক্টর ইন্ডিয়াতে ৪৭৭টি রিপোর্টের কথা জানিয়েছে।মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭,০০০-এরও বেশি ব্যবহারকারী সমস্যার কথা রিপোর্ট করেছে।ব্রিটেন, মেক্সিকো, ব্রাজিল এবং ইতালি সহ বেশ কয়েকটি অন্যান্য দেশের ব্যবহারকারীরাও টুইটার কাজ করছে না বলে জানিয়েছেন। কী কারণে এই বিভ্রাট তা এখনও পর্যন্ত জানা যায়নি।