নেক্সনের সপ্তম বার্ষিকী উদযাপন করছে টাটা মোটরস। সেই খুশিতেই সুভ (SUV) গাড়িতে ছাড় মিলছে। এই অফারে গ্রাহকরা নেক্সনে ১ লক্ষ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাবেন। অফারটি ১৫ জুন থেকে শুরু হয়েছে। যা চলবে ৩০ জুন পর্যন্ত। কোম্পানিটি চালু হওয়ার পর থেকে ভারতীয় বাজারে নেক্সনের ৭ লক্ষেরও বেশি ইউনিট বিক্রি করেছে। আরও বিক্রি বাড়াতে ডিস্কাউন্ট অফার নিয়ে হাজির কোম্পানিটি।
টাটা নেক্সন গাড়িতে কীভাবে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন
টাটা-এর নেক্সন বার্ষিকী উদযাপন ডিস্কাউন্ট অনুযায়ী,
১) কোম্পানি স্মার্ট পেট্রোলে ১৬,০০০ টাকা ছাড় দিচ্ছে।
২) স্মার্ট + পেট্রোল এবং বিশুদ্ধ ডিজেলে ২০,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
৩) বিশুদ্ধ পেট্রোল এবং বিশুদ্ধ এস ডিজেলে ৩০,০০০ টাকার ছাড় পাওয়া যাবে।
৪) স্মার্ট + এস পেট্রোল এবং পিওর এস পেট্রোলে ৪০,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
৫) ক্রিয়েটিভ পেট্রোল/ডিজেল, ফেয়ারলেস পেট্রোল/ডিজেল, ফেয়ারলেস এস পেট্রোল/ডিজেল, ফেয়ারলেস + পেট্রোল/ডিজেল এবং ফেয়ারলেস + এস পেট্রোল/ডিজেলে ৬০,০০০ টাকার ছাড় পাওয়া যাবে।
৬) ক্রিয়েটিভ + পেট্রোল/ডিজেলে ৮০,০০০ টাকা এবং ক্রিয়েটিভ + এস পেট্রোল/ডিজেলে ১ লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে।
৭) স্মার্ট (ও) পেট্রোল, স্মার্ট + ডিজেল এবং স্মার্ট + এস ডিজেলে কোনও ছাড় থাকবে না।
আরও পড়ুন: (X Ban: সমাজে 'নোংরামি' ছড়াচ্ছে মাস্কের ‘এক্স’, অভিযোগে ব্যান করতে পারে এই দেশ)