Ratan Tata deepfake video: আলিয়া, রশ্মিকার পর এবার রতন টাটার ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। নিজের ইনস্টাগ্রামে এই নিয়ে একটি পোস্ট করেন তিনি। কী বললেন বর্ষীয়ান শিল্পপতি?
আলিয়া, রশ্মিকার পর এবার রতন টাটার ডিপফেক ভিডিয়ো!
অভিনয় জগত থেকে এবার ব্যবসার জগতে। আলিয়া, রশ্মিকা, প্রিয়াঙ্কার পর এবার রতন টাটাও। ডিপফেক বানানো হল টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটাকে নিয়ে। সম্প্রতি ‘ডিপফেক’-এর শিকার হলেন তিনি। তাঁর ভুয়ো ভিডিয়ো তৈরি করে নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তাতে লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছে। যা আদতে লোক ঠকানোর কারবার বলে অভিযোগ। পরে রতন টাটান নিয়েই একটি পোস্ট করে সবাইকে সচেতন করেন। সমাজমাধ্যমে তিনি নিজেই এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন। প্রতারণার ফাঁদে পা দিতে বারণ করেন তিনি।
বুধবার নিজের স্ট্যাটাসে একটি ভিডিয়ো শেয়ার করে ওই প্রতারণা চক্র ফাঁস করেন তিনি। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, টাটারই একটি সাক্ষাৎকার। সেখানে তিনি একটি বিশেষ বিনিয়োগের কথা বলেন। তাতে বিনিয়োগ করলে নাকি লাভ নিশ্চিত। ১০০ শতাংশ নিশ্চয়তা দেওয়া হয়েছে ওই ভিডিয়োতে। বলা হয়েছে, এই পদ্ধতি সম্পূর্ণ ঝুঁকিহীন। এই পদ্ধতি অবলম্বন করে বেশ কয়েক জন টাকা উপার্জন করেছেন, সেই নজিরও দেখানো হয়েছে ভিডিয়োটিতে। ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছিলেন সোনা আগরওয়াল নামের এক ব্যবহারকারী।
ভিডিয়োটি শেয়ার করে টাটা নিজেই জানিয়েছেন, সেটি ভুয়ো। তাঁর মুখ বসিয়ে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। বিশ্বাসযোগ্যতা বাড়াতেই তাঁকে ‘ব্যবহার’ করে এই ভিডিয়ো বানানো হয়েছে বলে দাবি করেন তিনি।