
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
Ola-র ই-স্কুটার আসার আগেই হাজির রাইভাল। ভারতে নতুন বৈদ্যুতিক স্কুটার চালু করছে সিম্পল এনার্জি নামের এক সংস্থা। বেঙ্গালুরু-ভিত্তিক স্টার-আপটি এটাই প্রথম মডেল। দাম ১.১ লক্ষ টাকা(এক্স-শোরুম)। তামিলনাড়ুর হোসুরে প্লান্টে নতুন স্কুটারটি তৈরি করা হবে।
বুকিং
এর মধ্যেই বুকিংও শুরু হয়ে গিয়েছে। ১৫ অগস্ট থেকে বুকিং শুরু হয়েছে। তবে বুকিংয়ের খরচ ওলার তুলনায় বেশি। স্বাধীনতা দিবসকে মাথায় রেখে ১,৯৪৭ টাকা রাখা হয়েছে বুকিং ফি। সিম্পল ওয়ান স্কুটারটি চারটি রঙের অপশনে কেনা যাবে- লাল, সাদা, কালো এবং নীল।
প্রথম পর্যায়ে, ১৩ টি রাজ্যে স্কুটারটি পাওয়া যাবে। এই তালিকায় যদিও পশ্চিমবঙ্গ নেই। তবে শীঘ্রই অন্যান্য রাজ্যেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সিম্পল এনার্জির। আগামী ২ বছরে প্রায় ৩৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা সংস্থার।
রেঞ্জ
সংস্থার দাবি, নতুন স্কুটারটি আইডিয়াল ড্রাইভিং কন্ডিশনে (আইডিসি) এক চার্জে ২৩৬ কিলোমিটার চলবে।
সিম্পল ওয়ানে থাকছে ৪.৮ kWh ব্যাটারি। ব্যাটারি আলাদা করেও খুলে নিয়ে চার্জ দেওয়া যাবে। এটি একটি বড় প্লাস পয়েন্ট। অনেকেই ভাড়ার গ্যারেজে বাইক-স্কুটার রাখেন। সেক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ফ্ল্যাটে থাকেন যাঁরা, তাঁদেরও সিঁড়ি বা লিফটে করে এই ব্যাটারি তুলতে সমস্যা হবে না। কারণ ব্যাটারির ওজন মাত্র ৬ কেজি।
সংস্থা জানিয়েছে, প্রতি মিনিট চার্জে ২.৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে এই স্কুটারে। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যে প্রাথমিক পর্যায়ে ৩০০টি চার্জিং স্টেশন বসানোর পরিকল্পনা সংস্থার।
টপ স্পিড
সংস্থা জানিয়েছে স্কুটারটির টপ স্পিড ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
অ্যাক্সেলারেশান
অ্যাক্সেলারেশানও বেশ ভাল। মাত্র ৩.৬ সেকেন্ডে এই স্পিড তুলবে সিম্পল ওয়ান। ফলে ই-স্কুটার বলে হেলাফেলা করার জায়গাটা নেই বলেই ধরে নেওয়া যেতে পারে।
Ola S1 স্কুটারকে ছাপিয়ে যাবে Simple One? সেটা অবশ্য সময়ই বলবে।
৳7,777 IPL 2025 Sports Bonus