মাঠে নামতে মুখিয়ে ছিলেন সন্দেহ নেই। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য বিরাট কোহলি কতটা প্রস্তুত ছিলেন, তার যথাযথ ঝলক দেখা যায় ভারত অধিনায়কের ব্যক্তিগত ইনিংসের শুরুতেই।
বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর সাউদাম্পটনে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় নির্ধারিত সময়ে। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল শুরুটা মন্দ করেননি। ওপেনিং জুটিতে দু'জনে ৬২ রান যোগ করেন।
তবে দলকে শক্তপোক্ত ভিতে বসিয়ে দিতে পারেননি হিটম্যানরা। রোহিত ৩৪ রান করে আউট হয়ে বসেন। তাঁকে অনুসরণ করে সাজঘরে ফেরেন অপর ওপেনার শুভমন গিলও (২৮)। ভারত দলগত ৬৩ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বসার পর ব্যাট হাতে ক্রিজে নামেন বিরাট কোহলি।
প্রথম তিনটি বলে কোনও রান সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করেননি বিরাট। তবে ওভার ঘুরে পুনরায় ক্রিজে আসার পর ওয়াগনারকে দুরন্ত কভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠান বিরাট। হাফ-ভলি বলে কোহলির কভার ড্রাইভ সত্যিই দৃষ্টিনন্দন ছিল। বড় মঞ্চে এভাবে খাতা খুলতে দেখেই বোঝা যাচ্ছিল, কোহলিকে সহজে থামানো মুশকিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।