জামিনে মুক্ত হয়েই রেল দফতরের কাজে ফিরলেন খুনের মামলায় অভিযুক্ত অলিম্পিকজয়ী কুস্তিগীর সুশীল কুমার। দুইবারের অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার জামিনে মুক্তি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে উত্তর রেলওয়েতে (Northern Railway) তাঁর দায়িত্বে ফেরত এসেছেন। নানা রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। এক সময় ভারতের কুস্তির মুখ হিসেবে পরিচিত এই ক্রীড়াবিদ সপ্তাহের শুরুতে রেল দফতরে রিপোর্ট করেছেন। কুস্তিগীর সুশীল কুমারের প্রশাসনিক দায়িত্বে ফিরে যাওয়াটা একটা চমকপ্রদ রূপান্তর।
২০২১ সাল থেকে সহ-কুস্তিগীর সাগর ধানকার হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে হেফাজতে ছিলেন সুশীল কুমার। দীর্ঘ সময় ধরে বিচারপ্রক্রিয়া চলতে থাকায় দিল্লি হাইকোর্ট সম্প্রতি তাঁকে জামিন দিয়েছে। তদন্ত এখনও চলছে এবং আইনি লড়াই শেষ হয়নি, তবে জামিন পাওয়ায় তিনি তাঁর সরকারি চাকরিতে ফিরে যেতে পেরেছেন।
বর্তমানে উত্তর রেলে ‘সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার’ পদে কর্মরত সুশীল কুমার ফর্মাল পোশাকে অফিসে রিপোর্ট করেন এবং প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখেন বলে রেল সূত্রে জানানো হয়েছে। কর্তৃপক্ষ তাঁর পুনর্নিয়োগ নিশ্চিত করেছে এবং জানিয়েছে, সংশ্লিষ্ট পরিষেবা বিধি মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তাঁর কাজে ফিরে আসা নিয়ে জনমত মিশ্র। একদিকে কেউ কেউ খুনের মামলায় অভিযুক্ত একজনকে পুনরায় চাকরিতে নেওয়ায় সমালোচনা করছেন, অন্যদিকে অনেকেই বলছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দোষী বলা যায় না এবং তিনি পেশাগতভাবে নিজের কাজ চালিয়ে যাওয়ার অধিকার রাখেন।
এক সময় জাতীয় গর্বের প্রতীক—২০০৮ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ ও ২০১২ লন্ডন অলিম্পিকে রুপো জয়ী সুশীল কুমার—এখন খুনের মামলার অভিযুক্ত হিসেবে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। বর্তমানে তিনি নিঃশব্দে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বলেই মনে হচ্ছে। তবে আদালতের মামলা এখনো চলছে, তাই তাঁর এই প্রত্যাবর্তনের পথ এখনও পুরোপুরি মসৃণ নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।