বাংলা নিউজ > ময়দান > WPL 2023: 'এই দিনটারই তো স্বপ্ন দেখেছিলাম', দেশকে ট্রফি দিতে না পারলেও MI-কে চ্যাম্পিয়ন করে তৃপ্ত হরমনপ্রীত
পরবর্তী খবর
WPL 2023: 'এই দিনটারই তো স্বপ্ন দেখেছিলাম', দেশকে ট্রফি দিতে না পারলেও MI-কে চ্যাম্পিয়ন করে তৃপ্ত হরমনপ্রীত
1 মিনিটে পড়ুন Updated: 27 Mar 2023, 06:25 AM ISTAbhisake Koley
Delhi Capitals vs Mumbai Indians WPL 2023 Final: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে ভাগ্যের সাহায্য পেয়েছেন, চ্যাম্পিয়ন হয়ে মেনে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর।
জয় শাহ ও রজার বিনির কাছ থেকে ট্রফি নিচ্ছেন হরমনপ্রীত। ছবি- এএফপি।
ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের খেতাব হাতে তোলার পরে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর মেনে নিতে কুণ্ঠাবোধ করলেন না যে, খেতাবি লড়াইয়ে তাঁরা ভাগ্যের সাহায্য পেয়েছেন। তিনি অবশ্য এটাও স্পষ্ট জানান যে, জিততে হলে প্রতি ম্যাচেই অল্প-বিস্তর ভাগ্যের সহায়তা লাগে।
যদিও শুধু ভাগ্যের জোরে মুম্বই ইন্ডিয়া উইমেন্স প্রিমিয়র লিগের খেতাব জিতেছে, এমনটা নয় মোটেও। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে তবেই খেতাব ঘরে তুলেছে তারা। হরমনপ্রীতকে তৃপ্ত শোনায় দলের প্রত্যেকে নিজেদের দায়িত্ব যথাযথ পালন করায়।
চ্যাম্পিয়ন হওয়ার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হরমনপ্রীত বলেন, ‘আজ ভাগ্য আমাদের সঙ্গ দিয়েছে। প্রচুর ফুলটস বল পড়েছে। তবে সবকিছুই আমাদের অনুকূলে গিয়েছে। আমি মনে করি যে, খেলতে নামলে একটু ভাগ্যের সাহায্য দরকার হয়।’
পরক্ষণেই হরমনপ্রীত বলেন, ‘আমাদের কাছে এটা দারুণ অভিজ্ঞতা। এই মুহূর্তটার জন্য আমরা বহু বছর অপেক্ষা করেছি। ড্রেসিংরুমের প্রত্যেকে ভীষণ উপভোগ করেছি। ব্যক্তিগতভাবে আমার কাছে এটা স্বপ্নের মতো।’
দলের সার্বিক পারফর্ম্যান্স নিয়ে হরমনপ্রীত বলেন, ‘যখন আপনার হাতে এত লম্বা ব্যাটিং লাইনআপ থাকে, তখন ক্রিজে গিয়ে নিজেকে মেলে ধরাটাই আসল কাজ হয়। সাজঘরে এই আলোচনাই হতো। আমি খুশি যে, সবাই নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেছে। যেটা আলোচনা হতো, তা যথাযথ মেলে ধরেছে প্রত্যেকে।’
উল্লেখ্য, উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা দিল্লি একসময় ১০০ রানের গণ্ডি টপকাবে কিনা, তা নিয়ে ঘোর সংশয় দেখা দেয়। রাধা যাদব ও শিখা পান্ডে শেষ উইকেটের জুটিতে ৫২ রান যোগ করে দিল্লিকে লড়াই করার রসদ এনে দেন। ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩১ রান সংগ্রহ করে।
মেগ ল্যানিং ৩৫, শিখা পান্ডে ২৭ ও রাধা যাদব ২৭ রান করেন। ৫ রানে ৩টি উইকেট নেন হেইলি ম্যাথিউজ। ৪২ রানে ৩টি উইকেট দখল করেন ইসি ওং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।