নতুন বছরের প্রথম দিনেই এক রহস্যময় টুইট করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটে হাসিমুখের একটি ইমোজি দিয়ে ৫ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেই ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।
সৌরভের পোস্ট করা ৫ সেকেন্ডের ভিডিয়োর একটি অংশ (ছবি-টুইটার সৌরভ গঙ্গোপাধ্যায়)
নতুন বছরের প্রথম দিনেই এক রহস্যময় টুইট করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটে হাসিমুখের একটি ইমোজি দিয়ে ৫ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেই ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের মতে এটা হল সৌরভকে নিয়ে তৈরি হওয়া বায়োপিকের একটি ঝলক। অনেকে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে জীবনচিত্র তৈরি করার কথা হচ্ছিল সেটারই একটি অংশ নাকি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি।
এক সময় জল্পনা ছিল ভারতীয় ক্রিকেটের মহারাজের চরিত্রে অভিনয় করতে পারেন হৃতিক রোশন। পরে রণবীর কপূরের নামও শোনা গিয়েছিল। এখনও পর্যন্ত যদিও কোনও চূড়ান্ত নাম জানানো হয়নি। তবে এই ভিডিয়োতে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখা গিয়েছে। মহারাজের পোস্ট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাট করছেন। প্রথমে সাদা জার্সি এবং পরে ভারতীয় দলের নীল জার্সি পরে ব্যাট করছেন তিনি। ভিডিয়োতে সৌরভকে ৯৯ নম্বর জার্সি পরে ছক্কা হাঁকাতে দেখা যাচ্ছে। যদিও সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।