প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থতার পর মহিলাদের জাতীয় টি-টোয়েন্টি লিগে সৌরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে দিল বাংলা। ৫.৪ ওভার বাকি থাকতে ১০ উইকেটে সৌরাষ্ট্রকে হারিয়ে দিলেন রুমেলি ধররা। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৪৫ বলে ৫০ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা।
মঙ্গলবার রাঁচিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। প্রথম ওভারেই সৌরাষ্ট্রকে ধাক্কা দেয় বাংলা। তিতাস সাধু রান আউট করেন পি এস নিমাবতকে। সেই শুরু হয়। তারপর থেকে পরপর উইকেট হারাতে থাকে সৌরাষ্ট্র। ১০ ওভারে ৩৫ রানে পাঁচ উইকেট পড়ে যায় জায়ু জাদেজার। পরের দু'রান যোগ হতে না হতেই দু'উইকেট পড়ে যায়।
তারপর টি ধরণী এবং আর এব দাভির ৪০ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৭৭ রান তোলে সৌরাষ্ট্র। শেষ বলে আউট হয়ে যান ধরণী (৩৬ বলে ২৩ রান)। ১৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন দাভি। বাংলার হয়ে ছ'রানে তিন উইকেট নেন শ্রেয়সী আইচ। দুটি উইকেট নেন দীপ্তি। একটি করে উইকেট পান তিতাস এবং গৌহর সুলতানা।
আরও পড়ুন: দীপ্তি, রুমেলিরা চূড়ান্ত ব্যর্থ, T20-তে জেমির মুম্বইয়ের কাছে বাজে হার বাংলার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।