ধর্ষণের অভিযোগে সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কাঠমান্ডু জেলা আদালত। কাঠমান্ডু জেলা আদালত এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নেপাল ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
Ad
সন্দীপ লামিচানের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ (ছবি:এএফপি)
ধর্ষণের অভিযোগে সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কাঠমান্ডু জেলা আদালত। কাঠমান্ডু জেলা আদালত এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নেপাল ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই সঙ্গে নেপাল ক্রিকেট থেকেও সাসপেন্ড করা হয়েছে সন্দীপকে। ক্রিকেটার লামিচানেকে বর্তমানে ত্রিনিদাদ এবং টোবাগোতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত।
জানিয়ে রাখি,মঙ্গলবার লামিচানের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে গৌশালা থানা এলাকায় ধর্ষণের মামলা নথিভুক্ত করে জেলা আদালতে লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানায় পুলিশ। একই সময়ে, কাঠমান্ডু জেলা আদালত সন্দীপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তাঁকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়েছে।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। নেপাল জাতীয় দলের অধিনায়ক। সেই সন্দীপ লামিচানের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লামিচানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাঠমাণ্ডুর কাছে একটি এলাকায়। এ দিকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।