বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: ৯ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি, বাংলা দলে এক সুদীপের অভাব ঢেকেছেন অন্য সুদীপ
পরবর্তী খবর
Ranji Trophy: ৯ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি, বাংলা দলে এক সুদীপের অভাব ঢেকেছেন অন্য সুদীপ
1 মিনিটে পড়ুন Updated: 10 Feb 2023, 09:54 AM ISTAbhisake Koley
Bengal Ranji Team: চলতি রঞ্জি ট্রফিতে ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে অভিমন্যু-অনুষ্টুপের সঙ্গে টক্কর দিচ্ছেন সুদীপ ঘরামি, চোখ রাখুন পরিসংখ্যানে।
সুদীপ ঘরামি। ছবি- সিএবি।
ঋদ্ধিমান সাহার পাশাপাশি বাংলা ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন আরও দুই তারকা ক্রিকেটার সুদীপ চট্টোপাধ্যায় ও শ্রীবৎস গোস্বামী। শ্রীবৎস শেষদিকে বাংলার হয়ে নিয়মিত ছিলেন না। তবে ঋদ্ধি-সুদীপের বাংলা ছেড়ে যাওয়া নিতে বিস্তর চর্চা হয়। যদিও বাংলা দলে এই মুহূর্তে দুই তারকার অভাব অনুভূত হচ্ছে না মোটেও।
উইকেটের পিছনে অভিষেক পোড়েল নজর কেড়েছেন। প্রয়োজন মতো ব্যাট হাতেও দলের পারফর্ম্যান্সে অবদান রাখছেন তিনি। অন্যদিকে সুদীপ চট্টোপাধ্যায়ের অভাব দারুণভাবে ঢেকে দিয়েছেন আর এক সুদীপ। চলতি রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন সুদীপ ঘরামি। অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদারের মতো অভিজ্ঞ তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাচ্ছেন ঘরামি।
এবারের রঞ্জি ট্রফিতে বাংলার যে তিনজন ব্যাটসম্যান ইতিমধ্যে ৭০০ রানের গণ্ডি টপকেছেন, তাঁদের মধ্যে একজন হলেন সুদীপ। তিনি সেমিফাইনাল মিলিয়ে রঞ্জির ৯টি ম্যাচে ইতিমধ্যেই ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। দলের হয়ে সব থেকে বেশি ৮ বার ব্যক্তিগত পঞ্চাশ রানের গণ্ডি টপকেছেন ঘরামি। সাকুল্যে ৭৪৮ রান সংগ্রহ করেছেন সুদীপ, যা দলের হয়ে এখনও পর্যন্ত (সেমিফাইনালের প্রথম ইনিংসের পরে) দ্বিতীয় সর্বোচ্চ। কেবল অভিমন্যু ঈশ্বরন তাঁর থেকে বেশি ৭৬৫ রান করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।