শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের অভিযান ভারতীয় শাটলার লক্ষ্য সেনের শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। সেমিফাইনালে উঠে দুরন্ত লড়াই করে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরেছিলেন তিনি।এরপর ব্রোঞ্জ মেডেল ম্যাচে এগিয়ে থেকেও মালয়েশিয়ার লি জিয়ার বিরুদ্ধে হারতে হয় তাঁকে। ভারতের ব্যাডমিন্টন থেকে একটি পদক জয়ের আশা সেই সঙ্গেই শেষ হয়ে যায়। সেই হতাশাকে সঙ্গী করেই দেশে ফিরেছেন লক্ষ্য সেন। ফিরেছেন বেঙ্গালুরুতে তাঁর বেস প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে। সেখানেই বিশ্রাম নিয়ে ফের লড়াইতে নামার বিষয়ে যে তিনি তৈরি হবেন তাও জানিয়ে দিয়েছেন লক্ষ্য সেন। বেঙ্গালুরুতে ফিরে সোশ্যাল মিডিয়া সাইট এক্সে লক্ষ্য সেন একটি পোস্ট করেছেন। সেই পোস্টের মধ্যে দিয়েই তিনি বিস্তারিতভাবে পুরো বিষয়টি তুলে ধরেছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: এত বড় ছক্কা! The Hundred-এ ১১৩ মিটার লম্বা ছয় মেরে সকলকে অবাক করে দিলেন নিকোলাস পুরান
প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে প্যারিস অলিম্পিক গেমসের সেমিফাইনালে পৌঁছে নজির গড়েছেন লক্ষ্য সেন। এদিনের এই পোস্টের মধ্যে দিয়ে তিনি তাঁর স্পন্সর, তাঁর কোচ, তাঁর মেন্টর যারা তাঁর পথচলাতে তাঁকে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাদেমি তাঁর কেরিয়ারের উত্থানের পিছনে যে ভূমিকা পালন করেছে তাঁকে স্মরণ করেছেন তিনি। নিজের দুই মেন্টর প্রকাশ পাড়ুকোন এবং বিমল কুমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অ্যাকাদেমির প্রতিটা স্টাফকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি সাই অর্থাৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁর অলিম্পিক গেমসে স্বপ্ন সফল করতে তাঁর পাশে থাকার জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।