শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের ভারতীয় দল এই মুহূর্তে বিদেশের মাটিতে তাদের অনুশীলন সারছে। তারা রয়েছে জার্মানিতে। জার্মানির শহর সারব্রুকেনে তারা অনুশীলন সারছে। এখানে রয়েছেন দলের সমস্ত সাপোর্ট স্টাফরা, যাঁরা সকলেই যাবেন প্যারিস গেমসে।
ভারতীয় টিটি দলের সঙ্গে এবারের গেমসে ঘটতে চলেছে এক আশ্চর্যজনক ঘটনা! পুরুষ এবং মহিলা প্যাডলার মিলিয়ে যতজন খেলোয়াড় যাচ্ছেন প্যারিসে, তার থেকে বেশি সাপোর্ট স্টাফ যাচ্ছেন ভারতীয় টিটি দলের সঙ্গে! হ্যাঁ, এমন ঘটনাই ঘটতে চলেছে বাস্তবে। ভারতীয় টিটি দলে সব মিলিয়ে প্যাডলার রয়েছেন ছয় জন। যাঁদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন মহিলা প্যাডলার রয়েছেন। আর নয়জন সাপোর্ট স্টাফের মধ্যে রয়েছেন দুইজন ম্যাসিউর (যারা ম্যাসাজ করেন) এবং একজন ফিজিও।
ভারতীয় টিটি দলের কোচ হিসেবে এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন ইতালির মাসিমো কসট্যানটিনি, যিনি এই নিয়ে তৃতীয়বার ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি তাঁকে সাহায্য করছেন ভারতের প্রাক্তন প্যাডলার সৌরভ চক্রবর্তী। আশ্চর্যের বিষয় হল এর পরেও ভারত সরকারের তরফে চারজন প্যাডলারের চারজন ব্যক্তিগত কোচকে দলের সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে।
জুলাই ২৬ থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক গেমস। যেখানে থাকা তিনজন ভারতীয় মহিলা প্যাডলার তাদের তিনজন ব্যক্তিগত কোচকে সঙ্গী করে নিয়ে যাচ্ছেন। যাদের থাকা-খাওয়া থেকে যাতায়াত সমস্ত খরচ বহন করবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। প্যারিসে মনিকা বাত্রা, সৃজা আকুলা এবং অর্চনা কামাথ এই তিন মহিলা প্যাডলারের সঙ্গেই থাকছেন তিন ব্যক্তিগত কোচ।
ভারতীয় পুরুষ প্যাডলারদের মধ্যে রয়েছেন ভারতের অন্যতম পতাকা বাহক অচিন্ত্য শরথ কমল। তাঁর সঙ্গে থাকবেন তাঁর ব্যক্তিগত কোচ কিথ পিফার। এছাড়াও পুরুষদের দলে রয়েছেন হরমিত দেশাই এবং মানব ঠাক্কার। একাধিক কোচের উপস্থিতিতে একাধিক পরিকল্পনা, ভাবনা চিন্তার অবতারনা হতে পারে যা সমস্যা তৈরি করতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।