
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইউএস ওপেনের পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন দানিল মেদভেদেভ। শেষ কয়েকদিন এবারের ফ্লাশিং মেডোয় পরপর কয়েকটা অঘটন ঘটলেও এই ম্যাচে তেমন কোনও অঘটন ঘটতে দিলেন না মেদভেদের। হারালেন পর্তুগালের নুনো বোর্জেসকে। রাশিয়ার এই তারকা ২০২১ সালে ইউএস ওপেন জিতেছিলেন। কার্লোস আলকারাজ এবং নোভাক জকোভিচ এবারের ফ্লাশিং মেডো থেকে আগেই ছিটকে যাওয়ায় টুর্নামেন্ট অনেকটা ওপেন হয়ে গেছে বাকিদের মধ্যে। যে কেউই জিততে পারে এবারের ইউএস ওপেনে।
এদিকে মহিলাদের সিঙ্গলসে তেমন কোনও কাঠখড় না পুড়িয়েই কোয়ার্টার ফাইনালে উঠলেন তারকা ইগা সুয়াটেক। তিনি হারালেন আনকোরা সামসানোভাকে স্ট্রেট সেটে। রাউন্ড অফ সিক্সটিনে হেরে বিদায় নিলেন ড্যানিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকি।
আরও পড়ুন-৮০ ছুঁই ছুঁই বয়সেও খেলছেন দুরন্ত শট!ফিটনেসে কাইফকেও হার মানাবেন বাবা তারিফ- ভিডিয়ো
পুরুষদের সিঙ্গলসে নুনো বোর্জেসকে প্রথম সেটে খাতাই খুলতে দেননি মেদভেদের। ৬-০ ফলে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে তিনি জিতে যান ৬-১ ফলে। এরপর ৬-৩ ফলে তৃতীয় সেট দখল করে শেষ আট নিশ্চিত করেন ইউএস ওপেনের। অন্যম্যাচে থমাশ মাচাককে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টারে উঠলেন গ্রেট ব্রিটেনের জ্যাক ড্র্যাপারও। ২২ বছর বয়সী জ্যাকের শেষ আটে প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনৌর।
মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ সিক্সটিনের রাশিয়ার লিউডমিলা সামসানোভাকে দুই সেটের লড়াইয়ে উড়িয়ে শেষ আটে প্রবেশ করলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ইগা সুয়াটেক। ৬-১, ৬-৪ ফলে দুই সেটেই ম্যাচ জিতে নেন ৫টি গ্র্যান্ডস্লামের মালিক সুয়াটেক। ২৩ বছর বয়সী এই পোলিশ তারকা এর আগে চারবার ফরাসি ওপেন এবং ১বার ইউএস ওপেন জিতেছেন। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ জেসিকা পেগুলা।
মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনের অন্য ম্যাচে হেরে গেলেন ক্যারোলিন ওজনিয়াকি। কিছুটা অপ্রত্যাশিতভাবেই তিনি হারলেন ব্রাজিলের হাদদাদ মাইয়ার কাছে। খেলার ফল ব্রাজিলিয়ানের পক্ষে ৬-২, ৩-৬, ৬-৩। এদিকে চলতি বছরে উইম্বলডন এবং ফরাসি ওপেনের ফাইনালিস্ট জাস্মিন পাওলিনি হেরে গেলেন ক্যারোলিনা মুচোভার বিরুদ্ধে। খেলার ফল ৬-৩, ৬-৩। মাইয়ার শেষ আটে প্রতিরক্ষ ক্যারোলিনা মুচোভা।
পুরুষদের সিঙ্গলসে শেষ আটে ফ্রান্সেস টিয়াফো মুখোমুখি হবেন গ্রিগর দিমিত্রভের। অন্য ম্যাচে জ্যাক ড্র্যাপারের মুখোমুখি অ্যালেক্স দি মিনৌর। আজ রাতেই প্রথম কোয়ার্টার ফাইনালে অ্যাক্সোন্ডার জেরেভের মুখোমুখি টেলর ফ্রিটজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports