রয়্যালস বনাম টাইটানস ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন নিকোলসন গর্ডন। আইপিএলে নয়, জামাইকা টি-১০ টুর্নামেন্টে এমন দুর্দান্ত কৃতিত্ব দেখালেন তিনি।
একদিকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ চলছে রমরমিয়ে। অন্যদিকে দুর্দান্ত ব্যাট-বলের লড়াই দেখা গেল জামাইকা টি-১০ লিগে। সাবাইনা পার্কে সম্মুখসমরে নামে সারে রয়্যালস ও মিডলসেক্স টাইটানস। টস জিতে টাইটানসকে শুরুতে ব্যাট করতে পাঠায় রয়্যালস।
নির্ধারিত ১০ ওভারে মিডলসেক্স টাইটানস ৭ উইকেটের বিনিময়ে ৯২ রান তোলে। জেমি মার্চেন্ট ৪১ রান করেন। ওয়েন ডেভিস ১৮ রানের যোগদান রাখেন। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে (৯.২, ৯.৩ ও ৯.৪ ওভারে) নিকোলসন যথাক্রমে এরল থমাস, শেরডন অ্যালেন ও জেমাইন মর্গ্যানকে আউট করে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন। তিনি ২ ওভারে ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ৫ রানে ২ উইকেট নিয়েছেন পিট সলমন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।