শুভব্রত মুখার্জি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ৭ জুন ওভালে ডব্লুটিসি ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ফাইনালের স্কোয়াড বেশ কিছুদিন আগেই ঘোষণা করে দিয়েছিল ভারতীয় দল। ১৫ জনের স্কোয়াডে প্রথমে কেএল রাহুলকে নির্বাচন করা হয়। তবে আইপিএল খেলতে গিয়ে চোট পেয়ে ছিটকে যান তিনি। এরপরেই তাঁর পরিবর্তে দলে জায়গা পান মুম্বই ইন্ডিয়ান্স দলের কিপার ব্যাটার ইশান কিষাণ। তবে ডব্লুটিসি ফাইনালের আগে কোন অঘটন না ঘটলে ভারতীয় প্রথম একাদশে ইশান কিষাণের জায়গা হবে না এটা প্রায় নিশ্চিত। প্রাক্তন ভারতীয় কিপার ব্যাটার সাবা করিম মনে করেন লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট ক্রিকেটে খেলতে এখনও ইশান কিষাণকে কিছুদিন অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন… CSK, MI-এর থেকে শেখো-ভারতীয় দলের ট্রফি খরা কাটাতে অভিনব টোটকা হেডেনের
সাবা করিমের মতে ডব্লুটিসি ফাইনালে ভারত প্রথম একাদশে কেএস ভরতকেই খেলাতে চলেছে। সাবা করিম বিষয়টি নিয়ে বলতে গিয়ে তাঁর স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি মনে করি না এই মুহূর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ইশান কিষাণকে খেলাতে প্রস্তুত। আমার মতে ম্যানেজমেন্ট এই মুহূর্তে কেএস ভরতকেই সমর্থন করবে। ফাইনালে ওকে খেলাতেই ব্যাক করবে। কারণ শেষ কয়েকটি টেস্টে ভারতের হয়ে উইকেটের পিছনে ভরত দায়িত্ব সামলেছে। শেষ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ভারত যখন অস্ট্রেলিয়া সফর করতে এসেছিল সেই সময়েই উইকেটের পিছনে দায়িত্ব সামলেছে ও।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl)
সাবা করিম আরও জানিয়েছেন, ‘রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা যে নিরাপত্তা ক্রিকেটারদের দিতে চায় তাতে করে আমি মনে করি না যে ভরতকে বাদ দিয়ে ওরা অন্য কাউকে খেলাবে। ভরতকেই ওরা ফাইনালে খেলাবে বলে আমার মনে হয়। আমার মনে হয় ইশানকে যদি ঘরের মাঠে ভারত খেলাতো তাহলে সুযোগ ছিল ডব্লুটিসি ফাইনালে খেলানোর। তারা যেহেতু এটা করেনি তো আমার মনে হয় ডব্লুটিসি ফাইনালের মতন গুরুত্বপূর্ণ ম্যাচে এই ঝুঁকিটা ওরা নেবে। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে এমন কোন সিদ্ধান্ত ওরা নিতে চাইবে না যাতে করে দলের ভারসাম্য নষ্ট হয়। ফলে আমার মনে হয় লাল বলের ফর্ম্যাটে খেলতে হলে ইশান কিষাণকে অপেক্ষা করতে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।