নতুন অবতারে এ বার দেখা মিলবে ইরফান পাঠানের। ব্যাট-বল ছেড়ে এ বার একজন ইন্টারপোল এজেন্টের ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডারকে। নতুন ভূমিকায় ইরফান দেখার অপেক্ষায় তাঁর ভক্তরাও।
আরও পড়ুন: ঘুরিয়ে কোহলিকে T20 বিশ্বকাপে বাদ দিতে বলে দিলেন ইরফান পাঠান!
আসলে বড় পর্দায় ডেবিউয়ের অপেক্ষায় রয়েছেন ইরফান পাঠান। দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা বিক্রমের ছবি 'কোবরা'র হাত ধরেই সিনে জগতে পা রাখতে চলেছেন ইরফান। বৃহস্পতিবার (২৫ অগাস্ট) এই সিনেমার ট্রেলার রিলিজ করেছে। সেখানেই একজন ইন্টারপোল এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছে ইরফানকে। আর সেই ট্রেলার দেখে মুগ্ধ সুরেশ রায়না।
আরও পড়ুন: বিমানবন্দরে ইরফান পাঠানের সঙ্গে দুর্ব্যবহার! ভিস্তারার বিরুদ্ধে বড় অভিযোগ
টুইটে রায়না লিখেছেন, ‘ভাই ইরফান পাঠান, আজ তোমার জন্য আমি খুবই আনন্দিত। কোবরা সিনেমায় তোমাকে অভিনয় করতে দেখলাম। দেখে মনে হচ্ছে, এটা একটা ভরপুর অ্যাকশন সিনেমা। তোমার পাশাপাশি এই সিনেমার প্রত্যেক সদস্যের সাফল্য কামনা করছি। সম্পূর্ণ সিনেমাটা দেখার জন্য আর তর সইতে পারছি না।’
পাল্টা ধন্যবাদ জানিয়ে ইরফান লিখেছেন, ‘ধন্যবাদ ভাই। তোমাকে এবং তোমার পরিবারকে অনেক ভালবাসা’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।