7 মিনিটে পড়ুন Updated: 03 Oct 2021, 07:37 PM ISTTania Roy
এখনও আইপিএল জয়ের স্বাদ পাননি বিরাট কোহলি। ক্রিকেটার হিসেবেও নয়। অধিনায়ক হিসেবেও নয়। এই বছর কোহলি শেষ বার আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন। এর পর আইপিএল খেললেও, নেতৃত্ব দেবেন না তিনি। যে কারণে এ বার তিনি অধরা স্বপ্নপূরণ করতে চান।পঞ্জাবকে হারিয়ে সেই লক্ষ্যেই এক ধাপ এগিয়ে গেলেন কোহলি।
প্লে-অফে উঠে স্বস্তি পেলেন কোহলি। ছবি: পিটিআই
গত বারের ধারা বজায় রেখে এই বছরও আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবিবার পঞ্জাবকে ৬ রানে হারিয়ে প্লে অফে নিজেদের জায়গা পাকা করল তারা। এ দিকে পঞ্জাব কিংস কার্যত ছিটকে গেল। তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। অনেক জটিল অঙ্কের হিসেবের পরেই টিমটিম করে জ্বলছে তাঁদের খুব সামান্য আশা। তাও দু'-একদিনের মধ্যে সেই আশাও হয়তো শেষ হয়ে যাবে।
03 Oct 2021, 07:37 PM IST
৬ রানে জিতল কোহলি ব্রিগেড
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ব্রাত্য যুজবেন্দ্র চাহালই এ দিন পুরো ম্যাচটা ঘুরিয়ে দিলেন। প্রথমে পুরানকে ফিরিয়েছিলেন চাহাল। পরে তিনি ১৬তম ওভারে ফেরান ময়াঙ্ক আগরওয়াল এবং সরফারাজকে। এই ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। শেষ ওভারের প্রথম বলে আবার শাহরুখ খান রান আউট হয়ে যান। এতেই পঞ্জাবের আশা শেষ হয়ে যায়। ৬ রানে ম্যাচ জেতে ব্যাঙ্গালোর।
03 Oct 2021, 07:15 PM IST
আউট শাহরুখ
২০ ওভারের প্রথম বলেই রান আউট হলেন শাহরুখ খান। জেতাটা কার্যত কঠিন হয়ে গেল পঞ্জাবের। যেন হারের ভ্রুকুটি দেখতে পাচ্ছে পঞ্জাব।
03 Oct 2021, 07:13 PM IST
পঞ্জাবের ইনিংস ১৯ ওভার: ১৪৬/৫
এক ওভারে চাই আর ১৯ রান। এই ওভারে হল মাত্র ৮ রান। ক্রিজে রয়েছেন শাহরুখ খান এবং হেনরিকস।
03 Oct 2021, 07:07 PM IST
পঞ্জাবের ইনিংস ১৮ ওভার: ১৩৮/৫
১২ বলে চাই আরও ২৭ রান। ৫ উইকেট হাতে রয়েছে পঞ্জাবের। ৮ বলে ১১ করে ক্রিজে রয়েছেন শাহরুখ খান। হ্যানরিকস ২ বলে ১ রান করেছেন। ১৮ ওভারে ৫ উইকেটে ১৩৮ রান পঞ্জাবের।
03 Oct 2021, 07:01 PM IST
এডেন মার্করাম আউট
১৪ বলে ২০ রান করে গার্টনের বলে ড্যান ক্রিশ্চিয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন এডেন মার্করাম। তিনি আউট হওয়ায় পঞ্জাবের লড়াইটা আরও কঠিন হল। শাহরুখ খান এবং মোজেশ হ্যানরিকস ক্রিজে রয়েছেন।
03 Oct 2021, 06:58 PM IST
সরফারাজ আউট
প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন সরফারাজ খান। ১৬ নম্বর ওভারে ২ উইকেট তুলে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। দিয়েছেন ৮ রান। ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২১ রান পঞ্জাবের। এই ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল পঞ্জাব। ক্রিজে রয়েছেন এডেন মার্করাম এবং শাহরুখ খান।
03 Oct 2021, 06:53 PM IST
ময়াঙ্ক আউট
৪২ বলে ৫৭ রান করে আউট হন ময়াঙ্ক। পঞ্জাবের বড় ভরসা ছিলেন ময়াঙ্ক। তিনি আউট হওয়ায় বড় ধাক্কা খেল পঞ্জাব। তাঁঁর ক্যাচ নিয়েছেন সিরাজ।
03 Oct 2021, 06:50 PM IST
পঞ্জাবের ইনিংস ১৫ ওভার: ১১৩/২
সিরাজের এই ওভারে ১১ রান নিল পঞ্জাব। ২ উইকেট হারিয়ে ১৫ ওভারে তাঁদের সংগ্রহ ১১৩ রান। ময়াঙ্ক করেছেন ৪১ বলে ৫৭ রান। এডেন মার্করামের সংগ্রহ ৮ বলে ৭ রান।
03 Oct 2021, 06:39 PM IST
পুরান আউট
যুজবেন্দ্র চাহালকে বড় শট মারতে গিয়ে পাড্ডিকালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন পুরান। ৭ বলে মাত্র তিন রান করেছেন তিনি। এই ওভারে অর্ধশতরান করেন ময়াঙ্ক। ১০০-তে পৌঁছয় পঞ্জাবের স্কোর। ১৩ ওভারে ২ উইকেটে ১০০ রান পঞ্জাবের। ময়াঙ্কের সঙ্গে ক্রিজে রয়েছেন এডেন মার্করাম।
03 Oct 2021, 06:27 PM IST
আউট রাহুল
দলের ৯১ রানের মাথায় প্রথম উইকেট পড়ল পঞ্জাবের। শাহবাজ আহমেদ ফেরালেন রাহুলকে। ৩৫ বলে ৩৯ করে হর্ষাল প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহুল। পরিবর্তে নেমেছেন পুরান।
03 Oct 2021, 06:24 PM IST
পঞ্জাবের ইনিংস ৮ ওভার: ৮১/০
১০ ওভারে ৮১ রান করে ফেলেছে পঞ্জাব। কিন্তু এখনও উইকেট ফেলতে পারেনি ব্যাঙ্গালোরর চাপ বাড়ছে বিরাট কোহলির টিমের। দুই ওপেনারই ৩৮ করে রান করেছেন।
03 Oct 2021, 06:16 PM IST
পঞ্জাবের ইনিংস ৮ ওভার: ৬৭/০
এই ওভারে মোট ১১ রান দিলেন ড্যান ক্রিশ্চিয়ান। রাহুলের সংগ্রহ ২৬ বলে ৩৩ রান। ২৩ বলে ২৯ করেছেন ময়াঙ্ক। ৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৭ রান পঞ্জাবের।
03 Oct 2021, 06:04 PM IST
পঞ্জাবের ইনিংস ৬ ওভার: ৪৯/০
এই ওভারে মাত্র ৩ রান দিলেন হর্ষল প্যাটেল। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৯ রান পঞ্জাবের। ১৯ বলে ২৬ রান রাহুলের। ১৮ বলে ১৯ রান ময়াঙ্কের।
03 Oct 2021, 05:59 PM IST
পঞ্জাবের ইনিংস ৫ ওভার: ৪৬/০
১৬ বলে ২৪ করে ফেললেন রাহুল। ময়াঙ্কের সংগ্রহ ১৫ বলে ১৮ রান। এই ওভারে হল মোট ১৩ রান। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৬ রান পঞ্জাবের।
03 Oct 2021, 05:55 PM IST
পঞ্জাবের ইনিংস ৪ ওভার: ৩৩/০
মোট ১৪ রান হল এই ওভারে। কোনও উইকেট না হারিয়ে ৩৩ রান পঞ্জাবের। কেএল রাহুলের সংগ্রহ ১৩ বলে ১৬ রান এবং ময়াঙ্ক করেছেন ১২ বলে ১৩ রান।
03 Oct 2021, 05:46 PM IST
পঞ্জাবের ইনিংস ৩ ওভার: ১৯/০
এই ওভারে একটি চার এবং একটি ছয় মারেন লোকেশ রাহুল। এই ওভারে ১২ রান হয়ে গিয়েছে। তবে ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ আউট দেওয়া হয়েছিল রাহুলকে। ডিআরএস নিয়ে বেঁচে যান প়ঞ্জাবের অধিনায়ক। ১১ বলে ১৪ রান রাহুলের। ৭ বলে ৩ রান ময়াঙ্কের।
03 Oct 2021, 05:41 PM IST
পঞ্জাবের ইনিংস ২ ওভার: ৭/০
দ্বিতীয় ওভারেও উঠল মাত্র ৭ রান। ৬ বলে ৩ রান রাহুলের। ৬ বলে ২ রান ময়াঙ্কের। ২ ওভারে মাত্র ৭ রান পঞ্জাবের।
03 Oct 2021, 05:36 PM IST
পঞ্জাবের ইনিংস ১ ওভার: ৩/০
সিরাজের ওভারে মাত্র ৩ রান হল পঞ্জাবের। দুই ওপেনারের রান ১ করে। পাওয়ার প্লে-তে রান তুলতে না পারলে কিন্তু পঞ্জাবকে সমস্যায় পড়তে হবে।
03 Oct 2021, 05:34 PM IST
রান তাড়া করা শুরু পঞ্জাবের
ওপেন করতে নেমেছেন কেএল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়াল। ১৬৪ রান করেছে ব্যাঙ্গালোর। লক্ষ্যটা খুব সহজ নয়। আবার অসম্ভবও নয়।
03 Oct 2021, 05:20 PM IST
পঞ্জাবের সামনে ১৬৫ রানের লক্ষ্য
হয়তো আরও বেশি রানের লক্ষ্য পঞ্জাবের সামনে রাখতে পারত ব্যাঙ্গালোর। কিন্তু সামি ঝড়ে সব কিছু থমকে গেল। শেষ ওভারে যেন জ্বলে উঠলেন মহম্মদ সামি। নিলেন ৩ উইকেট। প্রথমে ম্যাক্সওয়েলকে ফেরালেন। তার পর শাহবাজ আহমেদ এবং গার্টনকে ফেরান তিনি। পরপর উইকেট হারানোয় শেষ ওভারে ওঠে ৮ রান। ৭ উইকেটে ১৬৪ রানে শেষ হয় ব্যাঙ্গালোরের ইনিংস। সামি এবং মোজেশ হ্যানরিকেস তিনটি করে উইকেট নিয়েছেন।
03 Oct 2021, 05:06 PM IST
এবি ডি'ভিলিয়ার্স আউট
সবে হাত খুলে পেটাতে শুরু করেছিলেন ডি'ভিলিয়ার্স। একেবারে সঠিক সময়ে ডি'ভিলিয়ার্সকে ফেরাল পঞ্জাব। রান নেওয়ার সময়ে সরফরাজের সরাসরি হিটে রান আউট হন ডি'ভিলিয়ার্স। ১৮ বলে ২৩ রান করে আউট হন তিনি।
03 Oct 2021, 05:00 PM IST
ম্যাক্সওয়েলের অর্ধশতরান
রবি বিষ্ণোইয়ের ওভারে হাফসেঞ্চুরি করে ফেলল ম্যাক্সওয়েল। ২৯ বলে ৫০ রান করেন তিনি। দুরন্ত ছন্দে থেকে ব্যাঙ্গালোরের স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করে চলেছে ম্যাক্সওয়েল-ডি'ভিলিয়ার্স জুটি।
03 Oct 2021, 04:57 PM IST
ব্যাঙ্গালোরের ইনিংস ১৭ ওভার: ১৩২/৩
এই ওভারেও মহম্মদ সামিকে পিটিয়ে ১৭ রান নিল ব্যাঙ্গালোর। ম্যাক্সওয়েল চার দিয়ে ওভার শুরু করেছিল। এবি শেষ করল একটি চার এবং একটি ছয় দিয়ে। ১৭ ওভারে ২ উইকেটে ১৩২ রান আরসিবি-র। ২৫ বলে ৪৩ রান ম্যাক্সওয়েলের। ১৪ বলে ১৭ রান এবি ডি'ভিলিয়ার্স।
03 Oct 2021, 04:50 PM IST
ব্যাঙ্গালোরের ইনিংস ১৫ ওভার: ১০৯/৩
ব্যাঙ্গালোর কিন্তু বেশ ভাল জায়গায় রয়েছে। ৩ উইকেট হারালেও ১৫ ওভারে তারা ১০৯ রান করে ফেলেছে। এই ওভারে বিষ্ণোইকে পরপর দু'টি ছয় মারেন ম্যাক্সওয়েল। মোট ১৬ রান হয় এই ওভারে। ১৮ ওভারে ৩৪ রান ম্যাক্সওয়েলের। ৯ বলে ৪ রান ডি'ভিলিয়ার্সের।
03 Oct 2021, 04:35 PM IST
পাড্ডিকাল আউট
তিন নম্বর উইকেট নিল হ্যানরিকেস। এ বার পাড্ডিকালকে ফেরালেন তিনি। ৩৮ বলে ৪০ করে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন পাড্ডিকাল। পরিবর্তে নামেন এবি ডি'ভিলিয়ার্স। ১২ ওভারে ৩ উইকেটে ৭৩ রান ব্যাঙ্গালোরের।
03 Oct 2021, 04:26 PM IST
ড্যান ক্রিশ্চিয়ান আউট
কোহলিকে আউট করার পরের বলেই ড্যান ক্রিশ্চিয়ানকে ফেরালেন হ্যানরিকেস। পরপর ২ উইকেট হারিয়ে একটা ধাক্কা খেল ব্যাঙ্গালোর। নেমেই প্রথম বলে আউট হয়ে যান ক্রিশ্চিয়ান। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান ব্যাঙ্গালোরের।
03 Oct 2021, 04:22 PM IST
কোহলি আউট
৯.৪ ওভারে অবশেষে প্রথম উইকেট পড়ল ব্যাঙ্গালোরের। মোজেশ হ্যানরিকেসের বলে ২৪ বলে ২৫ করে আউট হন কোহলি। নামলেন ড্যান ক্রিশ্চিয়ান।
03 Oct 2021, 04:13 PM IST
পাড্ডিকালের আউট বিতর্ক
৭.৩ ওভারে পাড্ডিকালের আউট নিয়ে তীব্র বিতর্ক। বিষ্ণোইয়ের বলে ব্যাটের কানায় লেগে রাহুলের হাতে ক্যাচ গিয়েছিল। আম্পায়ার দেয়নি আউট। ডিআরএস নিলেও তৃতীয় আম্পায়ারও আউট দেয়নি। অথচ দেখা গিয়েছে, সামান্য হলেও ব্যাটে টাচ করেছে বল। তবু আউট দেননি তৃতীয় আম্পায়ার। কেএল রাহুল রীতিমতো বিরক্ত হন। আম্পায়ারের সঙ্গে কথা বলেন, কিন্তু কোনও লাভ হয়নি। ৮ ওভারে ৬০ রান ব্যাঙ্গালোরের। ৩০ বলে ৩৭ রান পাড্ডিকালের। কোহলির ১৮ বলে ১৯ রান।
03 Oct 2021, 04:01 PM IST
পাওয়ার প্লে শেষে ব্যাঙ্গালোরের সংগ্রহ বিনা উইকেটে ৫৫ রান
পাওয়ার প্লে-তেই ৫০ পার করে ফেলল ব্যাঙ্গালোর। ২৩ বলে ৩৪ করে ফেলেছেন পাড্ডিকাল। ১৩ বলে ১৮ রান কোহলির। তবে আরসিবি অধিনায়ক তাঁকে আউট করার দু'টো সুযোগ দিয়েছিল, সেই সুযোগ নষ্ট করে পঞ্জাব। তা না হলে হয়তো এতটা রান হত না। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান ব্যাঙ্গালোরের। রানরেট এখন ৯.১৬।
03 Oct 2021, 03:55 PM IST
ব্যাঙ্গালোরের ইনিংস ৫ ওভার: ৪২/০
এই ওভারেও বিরাট কোহলিকে আউট করার সুযোগ ছিল। কিন্তু ক্যাচ মিস করেন সরফরাজ। ক্যাচটি কঠিন থাকলেও যদি ধরতে পারতেন সরফরাজ, তবে শুরুতেই বড় ধাক্কা খেত ব্যাঙ্গালোর। কোহলি এই ওভারে চার মেরেছেন একটি। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান ব্যাঙ্গালোরের। ১৮ বলে ২৩ রান পাড্ডিকালের। কোহলির সংগ্রহ ১২ বলে ১৭ রান।
03 Oct 2021, 03:51 PM IST
ব্যাঙ্গালোরের ইনিংস ৪ ওভার: ৩৪/০
এই ওভারের প্রথম বলেই কোহলিকে স্টাম্প করার সহজ সুযোগ নষ্ট করেন রাহুল। পরে পাড্ডিকাল দু'টি চার মারেন। ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান ব্যাঙ্গালোরের। ১৭ বলে ২২ রান পাডডিকালের। ৭ বলে ১০ রান কোহলির।
03 Oct 2021, 03:45 PM IST
আর্শদীপের এই ওভারে পাড্ডিকাল একটি ছয় এবং একটি চার মেরেছেন। এই ওভারে ১৩ রান নিল ব্যাঙ্গালোর। ১২ বলে ১৪ রান পাডডিকালের। ৬ বলে ৯ রান কোহলির। ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৪ রান ব্যাঙ্গালোরের।
03 Oct 2021, 03:40 PM IST
ব্যাঙ্গালোরের ইনিংস ২ ওভার: ১১/০
দ্বিতীয় ওভারে মহম্মদ শামি ৬ রান হয়েছে। কোনও উইকেট না হারিয়ে ২ উইকেটে ১১ রান ব্যাঙ্গালোরের। বিরাটের সংগ্রহ ৯ রান এবং ২ রান করেছেন পাড্ডিকাল।
03 Oct 2021, 03:35 PM IST
ব্যাঙ্গালোরের ইনিংস ১ ওভার: ৫/০
প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫ রান ব্যাঙ্গালোরের। কোহলিই ৫ রান করেছেন। খাতা খোলেননি পাড্ডিকাল।
03 Oct 2021, 03:31 PM IST
ব্যাট শুরু ব্যাঙ্গালোরের
ওপেন করতে নেমেছেন কোহলি এবং পাড্ডিকাল। দ্বিতীয় বলেই চার মারলেন কোহলি।
বাদ গেলেন ফ্যাবিয়ান অ্যালেন, দীপক হুডা, ন্যাথান এলিস। পরিবর্তে দলে ঢুকলেন হরপ্রীত ব্রার, সরফরাজ খান এবং মোজেশ হ্যানরিকেস।
03 Oct 2021, 03:05 PM IST
টসে জিতে ব্যাটিং নিল ব্যাঙ্গালোর
টসে জিতে ব্যাটিং নিল ব্যাঙ্গালোর। দলে তারা কোনও পরিবর্তন করছে না। এই পিচেই চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ হয়েছিল। যে ম্যাচে রান তাড়া করে জিতেছিল চেন্নাই। তবে এই পিচ বেশ স্লো। কেএল রাহুল অবশ্য জানিয়েছেন, টসে জিতলে তিনি বোলিং-ই নিতেন।
03 Oct 2021, 02:54 PM IST
জিততে মরিয়া পঞ্জাব কিংস
মরণবাঁচন ম্যাচে পঞ্জাব কি পারবে জিততে? না জিততে পারলে স্বপ্ন থেকে অনেকটাই দূরে সরে যাবেন রাহুলরা।
03 Oct 2021, 02:54 PM IST
প্রথম লেগে পঞ্জাবের কাছে হেরেছিল ব্যাঙ্গালোর
প্রথম লেগে পঞ্জাব কিংসের কাছে ৩৪ রানে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাই এই ম্যাচ জিতে একদিকে বদলা নিতে চাইবে কোহলি ব্রিগেড। পঞ্জাবের কাছে আবার টুর্নামেন্টের নক আউট পর্বে যাওয়ার কঠিন লড়াই। শারজায় আজ শেষ হাসি হাসবে কে?