চলতি বছরে মহাকুম্ভের সময় পদপিষ্ট হয়ে বহু মানুষের প্রাণ গিয়েছিল প্রয়াগরাজে। আবার মহুকুম্ভের ট্রেনের জন্যে হুড়োহুড়ির জেরে দিল্লি রেল স্টেশনেও পদপিষ্ট হয়ে বহু যাত্রীর মৃত্যু হয়েছিল। সেই আতঙ্ক ও বিভীষিকা এবার ফিরে এল গোয়ায়। সেখানে এক মন্দিরে ভক্তদের মৃত্যু হয়েছে পদপিষ্টের ঘটনায়। প্রাথমিক ভাবে জানা যায়, পায়ের চাপায় ৬ জন ভক্তের মৃত্যু হয়েছে এবং ১৫ জন ভক্ত গুরুতর ভাবে আহত। উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশল জানিয়েছেন, গোয়ার শ্রীগাওয়ের লায়রাই দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। (আরও পড়ুন: সীমান্তে অনুপ্রবেশকারীদের গ্রেফতারির জবাব অপহরণ! লালমনিরহাটে আবার টিকটক হল কাল)
আরও পড়ুন: 'দিঘার মন্দির চমৎকার', বললেন পুরীর সেবায়েত, 'স্বাগত' জানালেন ওড়িশার BJP সাংসদ
জানা গিয়েছে, মৃতদের মধ্যে ২ জন মহিলাও আছেন। এদিকে সব আহত ভক্তদের উত্তর গোয়া জেলা হাসপাতাল এবং গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজে হাসপাতালে গিয়ে আহত ভক্তদের সঙ্গে দেখা করে এসেছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আহত সকলের চিকিৎসা ভালো ভাবে করার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছেন তিনি। (আরও পড়ুন: ইউনুসের এক ভুলেই জাতাকলে বাংলাদেশ, ভারতের পদক্ষেপে কান্নাকাটি বাংলাদেশিদের)
এর আগে মহাকুম্ভ চলাকালীন যাত্রীদের হুড়োহুড়িতে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল নয়াদিল্লি রেল স্টেশনে। এর জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল অন্তত ১৮ জন যাত্রীর। প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি মহাকুম্ভে যোগদানের জন্য প্রয়াগরাজগামী ট্রেনে উঠতে হাজার হাজার মানুষ নয়া দিল্লি স্টেশনে পৌঁছন। তবে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি, ট্রেন লেট এবং প্ল্যাটফর্ম ঘোষণায় বিভ্রান্তি ফলে ওই দিন রাত ৯টা ১৫ মিনিট নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটে।
এদিকে তারও আগে গত ২৯ জানুয়ারি উত্তরপ্রদেশে প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল অন্তত ৩০ জন ভক্তের। সেদিন মহাকুম্ভে আগমন ঘটেছিল সাড়ে ৭ কোটি পূণ্যার্থীর। মৌনী অমাবস্যায় 'ব্রহ্ম মুহূর্তে' স্নান করতে হুড়োহুড়ি দেখা দেয় এতেই। পূণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার ঘটনার জেরে বিভিন্ন মহল থেকে উত্তরপ্রদেশ সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই নিয়ে রাজনৈতিক তরজাও হয়েছিল বিস্তর।