
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ফেব্রুয়ারি মাসেই সন্তান হওয়ার ঘোষণা করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বিয়ের দেড় বছরের মাথায় আসছে ছোট্ট সদস্য। এবার সামনে এল পিয়ার আইবুড়ো ভাত খাওয়ানোর ছবি। মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন পিয়া। তারই আগে সকর্মীকে আদর-যত্নে খাওয়ালেন সহকর্মীরা।
মানসিক স্বাস্থ্যকর্মী এবং সমাজকর্মী রত্নাবলী রায় বেশ কিছু ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে। যার মধ্যমণি অবশ্যই হবু মা পিয়া। সামনে সাজানো খাবারের থালা। একটি ছবিতে দেখা গেল, পরম যত্নে পিয়ার মুখে খাবার তুলে দিচ্ছেন ‘হবু দিদা’।
আরও পড়ুন- অজয় আসায় বক্স অফিসে হার মানল অক্ষয়-সানিরা! রেইড-২ ঝড়ে উড়ল কেশরী ২-জাট, শুক্রবারে কত হল আয়
ছবিগুলির ক্যাপশনে রত্নাবলি লেখেন, ‘সহকর্মী পিয়া মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে, আপিসে খাওয়া দাওয়ার আয়োজন ছিল | রাজেশ, পিয়া যা যা খেতে পছন্দ করেন তাই রেঁধেছিলেন, তার মধ্যে ডায়মন্ড ফিস ফ্রাই তো থাকতেই হবে ! পরম যদি বা একটু আধটু মিষ্টি খেতে ভালবাসেন, পিয়া তো নাহ নাহ করে ওঠেন! নামমাত্র মিষ্টি আর দই ছিল |’ তা কী ছিল মেনুতে? থালাতে দেখা গেল সাজানো রয়েছে পোলাও, মটন, চাটনি। ও হ্যাঁ পিয়ার প্রিয় ডায়মন্ড ফ্রিশ ফ্রাই ও পাঁপড়।
সব ঠিক থাকলে জুনেই বাবা হবেন পরমব্রত, আর পিয়া হবেন মা! মে মাসের মাঝামাঝি থেকে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঘোষণা করেছেন পরমব্রত নিজেও। অভিনেতা জানিয়েছেন, মাস দেড়েক কাজের থেকে ছুটি নেবেন। ফোকাসে থাকবে শুধুই পরিবার। পিয়া এর আগে বিয়ে করেছিলেন অনুপম রায়কে, যদিও সেই বিয়ে থেকে তাঁর ছিল না কোনো সন্তান।
আরও পড়ুন- অন্তঃসত্ত্বা হওয়ায় ছাড়েন ছবি, তবে সন্দীপের ছবিতে ফিরলেন এই বলি নায়িকা, বিপরীতে প্রভাস! কে জানেন
সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে নিজের পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন পরমব্রত। ‘‘আসলে এটা তো শুধু ওর দায়িত্ব নয়, আমারও দায়িত্ব। আর সেই দায়িত্বটা আমি সংহভাগই পালন করতে পারিনি। জুনে ডেলিভারি হওয়ার কথা। মে মাস অবধি আমি কাজ করছি। এক-দেড় মাস অবধি আমাকেও তো দায়িত্ব পালন করতে হবে।’, বলতে শোনা যায় হবু বাবাকে।
বেশ ছোটবেলায় বাবা ও মাকে হারিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে তাঁর একলা ঘরে, স্বস্তি-ভালোবাসা-অন্তরঙ্গতায় ভরিয়ে দিয়েছেন পিয়া। দুজনের ছোট্ট সংসারে বর্তমানে দুই পোষ্যও রয়েছে, নীনা ও বাঘা। এবার খুদে পরম বা পিয়াকে দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে অভিনেতার ভক্তরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports