বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs RCB: ১১ নম্বরে ব্য়াট করতে নামলেও ভালো ছিল না লক্ষণ, লোকেশ রাহুলের চোট কতটা গুরুতর, আপডেট দিলেন ক্রুণাল
পরবর্তী খবর
LSG vs RCB: ১১ নম্বরে ব্য়াট করতে নামলেও ভালো ছিল না লক্ষণ, লোকেশ রাহুলের চোট কতটা গুরুতর, আপডেট দিলেন ক্রুণাল
1 মিনিটে পড়ুন Updated: 02 May 2023, 01:01 AM ISTAbhisake Koley
Lucknow Super Giants vs Royal Challengers Bangalore IPL 2023: আরসিবির বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুশ। পরে ১১ নম্বরে ব্যাট করতে নামলেও লখনউ দলনায়ক একটুও স্বস্তিতে ছিলেন না।
চোট পেয়ে মাঠ ছাড়ছেন লোকেশ রাহুল। ছবি- বিসিসিআই।
ঘরের মাঠে আরসিবিকে মাত্র ১২৬ রানে বেঁধে রেখেও ম্য়াচ জিততে পারেনি লখনউ সুপার জায়ান্টস। অবশ্য দলের ক্যাপ্টেন তথা অন্যতম সেরা ব্যাটসম্য়ান লোকেশ রাহুলের চোটের বড়সড় মাশুল দিতে হয় লখনউকে। কেননা চোটের জন্য ব্যাট হাতে দলের পারফর্ম্যান্সে অবদান রাখতে পারেননি তিনি।
লোকেশ রাহুল ও কাইল মায়ের্সের ওপেনিং জুটি দলকে শক্ত ভিতে বসিয়ে দিলে ম্যাচ জিততে পারত লখনউ। তবে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া রাহুল ব্যাট করতে নামেন ১১ নম্বরে। রানার নেওয়ার উপায় ছিল না। পায়ের নড়াচড়া বন্ধ ছিল প্রায়। ফলে ৩ বল খেলেও কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি।
লোকেশ রাহুলের চোট যে নিতান্ত হালকা নয়, সেটা বোঝা যায় তাঁর গতিবিধি দেখেই। নাহলে ডাগ-আউট বসে বসে হাতের নাগালে থাকা ম্যাচে দলকে হারতে দেখতেন না।
ম্য়াচের শেষে লখনউয়ের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া লোকেশের চোট নিয়ে সংক্ষিপ্ত আপডেট দেন। তিনি বলেন, ‘ওর (লোকেশের) চোট পাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয় ওর হিপ-ফ্লেক্সরে টান লেগেছে। আমি জানি না চোট কতটা গুরুতর। মেডিক্যাল টিম ওর চোট খতিয়ে দেখবে।’
এত কম রান তাড়া করতে নেমে ম্য়াচ হারা প্রসঙ্গে ক্রুণাল বলেন, ‘আমরা খারাপ খেলিনি। ওদের ১২৬ রানে আটকে রাখা বড় বিষয়। বোলারদের কৃতিত্ব দিতেই হয়। টুর্নামেন্টে আমরা যেমন বল করেছি, তাতে সত্যিই খুশি। তবে ১২৬ রান তাড়া করে জেতা উচিত ছিল। আসলে আমরা পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে পারিনি।’
উল্লেখ্য, লখনউয়ের স্লো পিচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৬ রানের আটকে যায় ব্যাঙ্গালোর। যদিও শেষমেশ সেটাই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়। ক্যাপ্টেন ফ্যাফ ডু'প্লেসি দলের হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন। বিরাট কোহলি ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন। ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন লখনউয়ের নবীন উল হক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।