KKR vs LSG: রিঙ্কুকে নাকি নো-বলে আউট করেন স্টইনিস, এমন দাবিতে ক্ষোভে ফুঁসছেন নাইট সমর্থকরা, সামনে এল ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 19 May 2022, 06:38 PM IST-
বুধবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লখনউয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ব্যাট হাতে অবিশ্বাস্য লড়াই চালান রিঙ্কু। আন্দ্রে রাসেল আউট হওয়ার পরে কলকাতার সম্ভাবনা শেষ বলে ধরে নেওয়া হয়েছিল। তবে রিঙ্কু সিং যে এভাবে ছবিটা বদলে দেওয়ার উপক্রম করবেন, তা আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না।
শুধুমাত্র রিঙ্কুর জন্য কলকাতা ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। এভিন লুইস এক হাতে রিঙ্কুর দুর্দান্ত ক্যাচ না ধরলে কলকাতাকে ম্যাচ জিতিয়ে দিতে পারতেন তিনি। তবে রিঙ্কু আউট হতেই ভবিতব্য নিশ্চিত হয়ে যায় কেকেআরের। শেষ বলে জয়ের জন্য ৩ রান দরকার ছিল কলকাতার। উমেশ যাদব আউট হয়ে বসায় ম্যাচ হারতে হয় নাইট রাইডার্সকে।
আরও পড়ুন:- IPL 2022: ৭টা ৩০ মিনিটে নয়, শেষ মুহূর্তে বদলে যাচ্ছে আইপিএল ফাইনাল শুরুর সময়!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।