একেবারে প্রথম ম্যাচ থেকেই মাঠের লড়াইয়ে আরসিবি স্পষ্ট করে দিল তাদের উদ্দেশ্য। ট্রফি খরা কাটাতে কতটা মরিয়া ব্যাঙ্গালোর, কোনওরকম রাখঢাক না করে সেটা কার্যত স্বীকারও করে নিলেন বিরাট কোহলি।
রবিবার চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আরসিবি। সচরাচর মরশুমের প্রথম ম্যাচে সতর্ক দেখায় সব দলকেই। আগে যে কোনও প্রকারে জয় নিশ্চিত করার দিকেই নজর থাকে সবার। তবে আরসিবিকে শুধু জয় নয়, বরং বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার জন্য ঝাঁপাতে দেখা যায় প্রথম ম্যাচেই।
প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে ১৭১ রানে বেঁধে রাখে ব্যাঙ্গালোর। পরে ১৬.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায় তারা। সুতরাং ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আরসিবি।
১৭২ রানের টার্গেট আর যাই হোক, নিতান্ত ছোটখাটো নয়। তবে পালটা ব্যাট করতে নেমে কোহলি-ডু'প্লেসি শুরু থেকেই ঝড় তোলেন। ওপেনিং জুটিতেই কার্যত দলের জয় নিশ্চিত করে ফেলে আরসিবি। তা সত্ত্বেও ডু'প্লেসি আউট হওয়ার পরে দীনেশ কার্তিককে তারা দ্রুত ম্য়াচ শেষ করার জন্য তিন নম্বরে ব্যাট করতে পাঠায়। এমনকি কার্তিক আউট হওয়ার পরে ম্যাক্সওয়েল মাঠে নেমে ৩টি বল খেলে ২টি ছক্কা মারেন। বিস্তর বল হাতে থাকায় আরসিবি ধীরে সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যেতে পারত। তবে তারা নেট রান-রেটের কথা মাথায় রেখেই তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি।
আরও পড়ুন:- SRH vs RR IPL 2023: আগুনে ডেলিভারিতে পাডিক্কালের স্টাম্প উড়িয়ে অনুরাগীদের চোখ ঝলসালেন উমরান- ভিডিয়ো
ম্য়াচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেকথা স্বীকারও করে নেন কোহলি। বিরাট স্পষ্ট বলেন যে, ‘আমরা যত বেশি সম্ভব বল বাকি থাকতে জয় তুলে নিতে চেয়েছিলাম। আসলে শেষের দিকে নেট রান-রেট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।’
১৪ ম্যাচের দীর্ঘ লিগে প্রথম ম্যাচ থেকেই নেট রান-রেটের কথা ঘুরছে কোহলিদের মাথায়, এটাই বুঝিয়ে দেয় যে, প্রাথমিকভাবে প্লে-অফে জায়গা করে নিতে কতটা মরিয়া আরসিবি।
বিরাট রীতিমতো পরিসংখ্যান দিয়ে বুঝিয়েও দেন যে, তাঁর টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলেন। যদিও চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাঁদের। এবার তাই লক্ষ্যে স্থির থাকতে চান তাঁরা।
আরও পড়ুন:- RCB vs MI IPL 2023: কোহলি-ডু'প্লেসির ব্যাটিং তাণ্ডবে মুম্বইকে দুমড়ে দিল আরসিবি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।