রাজস্থান রয়্যালস এই মরশুমের জন্য অধিনায়ক সঞ্জু স্যামসন এবং জোস বাটলারকে তো ধরে রেখেছিলই, পাশাপাশি তরুণ যশস্বী জয়সওয়ালকেও রিটেন করে। তরুণ যশস্বীকে রিটেন করার রাজস্থানের এই সিদ্ধান্তে অবাক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।
ESPNcricinfo-কে এক সাক্ষাৎকারে জাফর বলেন, ‘যশস্বী জয়সওয়াল রিটেন হওয়ায় আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম। আমার মনে হয় ও দেবদূত পাডিক্কালের সঙ্গে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করবে। জয়সওয়ালকে রঞ্জি মরশুমে দল থেকে বাদ পড়তে হয়েছিল, যেটা ওর জন্য বিরাট হতাশার। রিটেন খেলোয়াড়দের ওপর বাড়তি দায়িত্ব থাকে। আব্দুল সামাদ, উমরান মালিকের ক্ষেত্রেও একই কথা লাগু হয়। এরা এখনও তুলনামূলক অপরিচিত যারা আইপিএলে খুব বেশি সফলতা পায়নি। ওরা এই চাপটা কীভাবে সামলায় সেটাই এখন দেখার বিষয়।’
যশস্বীকে চার কোটির বেশ বড় মূল্য দিয়ে দলে রাখে রাজস্থান। তবে তাঁর পারফরম্যান্স কিন্তু খুব একটা ভাল ছিল না। গত মরশুমে ২০ বছর বয়সি মুম্বইজাত ব্যাটার ১০ আইপিএল ম্যাচে ২৪. ৯০-র গড় ও ১৪৮. ২১-র স্ট্রাইক রেটে মোট ২৪৯ রান করেছিলেন। তারপরেই তাঁকে রাজস্থানের ধরে রাখার সিদ্ধান্তই বেশ বিস্ময়কর। তবে এ মরশুমে ভাল করে সকল প্রশ্নের জবাব দিতে পারেন যশস্বী। ২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের মরশুম শুরু করবে রাজস্থান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।