বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs CSK, IPL 2023 Final: CSK-কে শুভেচ্ছায় ভাসালেন সচিন, কোহলি, রাহুলরা, আলাদা করে উল্লেখ করলেন ধোনির নাম
পরবর্তী খবর
GT vs CSK, IPL 2023 Final: CSK-কে শুভেচ্ছায় ভাসালেন সচিন, কোহলি, রাহুলরা, আলাদা করে উল্লেখ করলেন ধোনির নাম
1 মিনিটে পড়ুন Updated: 30 May 2023, 09:21 PM ISTTania Roy
পঞ্চম আইপিএল ট্রফি জয়ের পর চেন্নাই সুপার কিংসকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন প্রাক্তন এবং বর্তমান তারকা ক্রিকেটাররা। বিশেষ করে প্রত্যেকেই আলাদা করে উল্লেখ করলেন ধোনির নাম।
সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাই সুপার কিংস পঞ্চম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর একটি দুর্দান্ত পোস্ট করেছেন। সোমবার রাতে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস শেষ বলের থ্রিলারে গুজরাট টাইটান্সকে পরাজিত করে ২০২৩ আইপিএলের শিরোপা জিতে নিয়েছে। ম্যাচের শেষ দুই বলে একটি ছক্কা ও চার মেরে রবীন্দ্র জাদেজা সিএসকে-কে রেকর্ড-সংখ্যক বার পঞ্চম আইপিএল শিরোপা জেতাতে সাহায্য করেছেন।
২০২৩ আইপিএল ফাইনালের পর ধোনির সিএসকে এবং হার্দিকের নেতৃত্বাধীন টাইটান্সের প্রশংসা করে টুইটার এবং ইনস্টাগ্রামে সচিন লিখেছেন, ‘ধোনি এবং পুরো চেন্নাই টিমকে অভিনন্দন আরও একটি আইপিএল শিরোপা জয় করার জন্য। একেবারে শেষ বল পর্যন্ত গুজরাট টাইটান্সের প্রচেষ্টাও প্রশংসনীয়। দুর্ভাগ্যবশত খেলায় শুধুমাত্র একজনই জিততে পারে। কিন্তু দুই দলই আমাদের হৃদয় জয় করে নিয়েছে! ভাল খেলেছে, সবাই!’
প্রাক্তন ভারত অধিনায়ক, যিনি এমআই-এর পরামর্শদাতাও, তাদের জয়ের পিছনে প্রধান কারণ হিসাবে সিএসকে-এর গভীরতার কথাও বলেছেন। সচিন লিখেছেন, ‘এখনও পর্যন্ত সবচেয়ে চিত্তাকর্ষক আইপিএল মরশুমগুলির মধ্যে এটি একটি ছিল! চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স দুই দলই প্রচণ্ড লড়াই করেছিল। কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা জয়ের কারণ হিসেবে প্রমাণিত হয়েছে। ঠিক যেমনটি আমি বলেছিলাম। বিজয়ী নির্বাচন করা কোনও সহজ কাজ ছিল না। প্রথম থেকেই উভয় দলেরই ব্যতিক্রমী পারফরম্যান্স। শেষ বল পর্যন্ত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।’
শুধু সচিন একাই নয়, বিরাট কোহলি, কেএল রাহুলরাও সিএসকে চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ধোনিদের প্রশংসা করে আর শুভেচ্ছা জানিয়ে তাঁরা মন জয় করা পোস্ট দিয়েছেন। কোহলি লিখেছেন, ‘অসাধারণ চ্যাম্পিয়ন রবীন্দ্র জাদেজা, ওয়েল ডাব সিএসকে এবং বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।