শুভব্রত মুখার্জি: বিরাট কোহলি তার ক্রিকেটীয় ক্যারিয়ারে সবথেকে খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন। কোনও কিছুই যেন ঠিক হচ্ছে না ভারতীয় সিনিয়র দলের প্রাক্তন অধিনায়কের। চলতি আইপিএলেও তার খারাপ ফর্ম নজরে এসেছে বিশেষজ্ঞদের। শনিবাসরীয় রাতে ব্রেবোর্ন স্টেডিয়ামে দক্ষিণ ভারতীয় ডার্বিতে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ দল ও রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর। ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গেলেন বিরাট। করলেন 'গোল্ডেন ডাক'।
প্রসঙ্গত ক্যারিয়ারে প্রথমবার আইপিএলে পরপর দুটি ম্যাচে 'গোল্ডেন ডাক' করলেন বিরাট কোহলি। আজ দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনের আউটসুইং ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে আউট হন। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো এইডেন মার্করাম ক্যাচ নেন বিরাটের। উল্লেখ্য এর ঠিক আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধেও প্রথম বলেই আউট হয়েছিলেন বিরাট। ৩৩ বছর বয়সি ভারতের প্রাক্তন অধিনায়ককে এদিন মার্কো জানসেনের বিরুদ্ধে যথেষ্ট নড়বড়ে মনে হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।