হায়দরাবাদের মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টিতেই কপাল পুড়ল সানরাইজার্স হায়দরাবাদের। তারা আইপিএল ২০২৫-এর প্লে-অফ থেকেই ছিটকে গেল। সোমবার (৫ মে) ৫৫তম ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ। দুরন্ত বোলিং করে তারা সানরাইজার্সকে ৭ উইকেটে ১৩৩ রানে আটকে গিয়েছিল। জেতার জন্য সহজ লক্ষ্য ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংস আর ব্যাট করতেই নামতে পারেনি হায়দরাবাদের দল। ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আটে উঠলেও, আইপিএলের প্লে-অফের আশা শেষ হয়ে গেল।
দিল্লি ক্যাপিটালসও হয়তো এদিন পুরো খুশি হতে পারেনি। তবে এই ম্যাচ না হওয়ায়, দিল্লির খুব ক্ষতিও হয়নি। কারণ ম্যাচ হলে হয়তো ঘরের মাঠে প্যাট কামিন্সরা দিল্লির দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করে জিতে যেতেই পারত। সেক্ষেত্রে দু'পয়েন্ট হারাতে হত দিল্লিকে। ম্যাচ না হওয়ায় সেখানে তারা এক পয়েন্ট পেয়ে গেল। এদিকে ম্যাচ ভেস্তে যাওয়াটা হজম করতে পারবে না কলকাতা নাইট রাইডার্সও। কারণ দিল্লি এই ম্যাচ হারলে নাইটদের বেশি সুবিধে হত।
আরও পড়ুন: গতি রয়েছে, এমন প্লেয়ার চাই… চোট নয়, রোহিতকে ফিল্ডিং না করানোর পিছনে আসল কারণ সামনে আনলেন MI কোচ
তবে যাই হয়ে যাক না কেন, এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে এখন বাকি তিনটি ম্যাচই জিততে হবে। একটি ম্যাচে পা হড়কালেই প্লে-অফের আশা শেষ হয়ে যাবে কলকাতার। সেই সঙ্গে তাদের নেট রানরেটের দিকেও নজর রাখতে হবে।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১১ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮২)
২) পঞ্জাব কিংস- ১১ ম্যাচে ৭টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৫ পয়েন্ট (নেট রানরেট +০.৩৭৬)
৩) মুম্বই ইন্ডিয়ান্স- ১১ ম্যাচে ৭টি জয়, ৪টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +১.২৭৪)
আরও পড়ুন: IPL 2025 ফাইনালের দিনই টিম ইন্ডিয়ার প্লেয়াররা উড়ে যাবেন ইংল্যান্ডে, বড় সিদ্ধান্ত BCCI-এর
৪) গুজরাট টাইটান্স- ১০ ম্যাচে ৭টি জয়, ৩টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +০.৮৬৭)
৫) দিল্লি ক্যাপিটালস- ১১ ম্যাচে ৬টি জয়, ৪টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট +০.৩৬২)
৬) কলকাতা নাইট রাইডার্স- ১১ ম্যাচে ৫টি জয়, ৫টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১১ পয়েন্ট (নেট রানরেট +০.২৪৯)
৭) লখনউ সুপার জায়ান্টস- ১১ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.৪৬৯)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ১১ ম্যাচে ৩টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৭ পয়েন্ট (নেট রানরেট -১.১৯২)
৯) রাজস্থান রয়্যালস- ১২ ম্যাচে ৩টি জয়, ৯টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৭১৮)
১০) চেন্নাই সুপার কিংস- ১১ ম্যাচে ২টি জয়, ৯টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.১১৭)