আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে আর মাত্র সপ্তাহ দু'য়েক বাকি। নিলামে ডেভিড ওয়ার্নার সবচেয়ে বড় নামগুলির মধ্যে অন্যতম। তাঁকে নিয়ে একাধিক দলের মধ্যে দর কষাকষি হওয়াটা স্বাভাবিক। তবে আইপিএল দলগুলি তাঁকে দলে নিতে আগ্রহী হলেও, কেউই তাঁকে অধিনায়ক করতে চাইবেন না বলে দাবি আকাশ চোপড়ার।
ডেভিড ওয়ার্নার আইপিএলের অন্যতম সফল খেলোয়াড় হওয়ার পাশপাশি খেতাবজয়ী অধিনায়কও বটে। ২০১৬ সালে তাঁর অধীনেই সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল জেতে। তবে গত মরশুমে ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায় জড়িয়ে প্রথমে তাঁর অধিনায়কত্ব যায় এবং পরে তিনি সানরাইজার্স দল থেকেই বাদ পড়েন। এ মরশুমে নতুন শুরুর লক্ষ্যে নিলামে নাম তুলেছেন ওয়ার্নার। তবে তাঁর আগেই বড় দাবি আকাশের।
নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিয়োয় আকাশ দাবি করেন, ‘অনেকেই এই বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা করলেও আমার মনে হয় না কেউই ওকে অধিনায়ক করবে। তিনটে দল নতুন অধিনায়কের খোঁজে রয়েছে। পঞ্জাবকে বাদ দিলেও, আরও দুই দল পড়ে থাকে। তবে আমার মতে ওয়ার্নারকে কেউই দলের অধিনায়ক নিযুক্ত করবে না।’
হঠাৎ এমন দাবি কেন করলেন প্রাক্তন কেকেআর তারকা, সেই কারণও তিনি নিজে মুখেই ব্যাখা করেছেন। তাঁর মতে গত মরশুমে সানরাইজার্স-ওয়ার্নার বিতর্কের জেরেই অজি তারকা অধিনায়ক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। ‘নিঃসন্দেহে ওকে অনেক দল কিনতে চাইবে এবং চড়া দামেও ও বিক্রি হতে পারে। তবে ওকে কেউ অধিনায়ক বাছবে না কারণ আইপিএল পরিবারটা খুবই ছোট। সব দলই একে অপরের ঘরের কথা জানে এবং গত মরশুমে সানরাইজার্সে কী ঘটেছিল, সেই বিষয়ে সবারই অল্পবিস্তর ধারণা থাকবে। গোটা ঘটনাটা ফ্রাঞ্চাইজি বা ক্রিকেটাররা, কেউই ঠিক মেনে নিতে পারেনি।’ মত আকাশের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।