ব্যাটিং আহামরি না হলেও নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। আইপিএল ২০২০-র ফিরতি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে পরাজিত করল সিএসকে।
টস জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ আটকে যায় ৮ উইকেটে ১৪৭ রানে।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
হায়দরাবাদ ম্যাচে ধোনির নেতৃত্বে পুরনো চমক দেখা যায়। স্যাম কারানকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনাই হোক, অথবা দীপক চাহারকে দিয়ে নতুন বলে টানা চার ওভার বল করানো, দিনের শেষে চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয় ক্যাপ্টেনর বেশ কিছু সিদ্ধান্তই। এমনকি কারান, জাদেজা, শার্দুলরা অনেক ভালো বল করা সত্ত্বেও শেষ ওভারে ব্র্যাভোর হাতে বল তুলে দেওয়াটাও ধোনির মাস্টারস্ট্রোক হয়ে দেখা দেয়। শুধু হায়দরাবাদ ইনিংসের ১৯তম ওভারে একটি ওয়াইড বলের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আম্পায়ারকে ধোনির প্রভাবিত করার ঘটনাটাই যা একটু অপ্রিয় দেখায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।