শুভব্রত মুখার্জি
২০০৮ সালে একেবারে আনকোরা, অজানা, অচেনা ক্রিকেটারদের সঙ্গী করে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের মঞ্চ রাঙিয়ে দিয়েছিলেন তিনি। অসম্ভবকে সম্ভব করে সেবার আইপিএলের ট্রফি নিজেদের ঘরে তুলেছিল রাজস্থান রয়্যালস। শেন ওয়ার্ন অধিনায়ক হিসেবে তাঁর জাদু দেখিয়েছিলেন। রবীন্দ্র জাদেজা, মুনাফ প্যাটেল, ইউসুফ পাঠানদের থেকে সেরাটা নিংড়ে বের করে এনেছিলেন তিনি।
ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পরে রাজস্থানের সঙ্গে কখনও মেন্টর হিসাবে আবার কখনও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত থেকেছেন শেন ওয়ার্ন। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ তাঁকে দলের মেন্টর হিসেবে নিয়োগ করেছে। লক্ষ্য একটাই, দলের তরুণ তুর্কিদের সঠিকভাবে গ্রুমিং করে বিশ্ব পর্যায়ে নিজেদের সেরাটা মেলে ধরার যোগ্য করে তোলা।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে নামার আগেই রাজস্থান রয়্যালসের অনুশীলনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে যাতে দেখা যায় লেগ স্পিনার শ্রেয়স গোপালকে লেগ স্পিন বোলিংয়ের খুঁটিনাটি নিজের হাতে করে বুঝিয়ে দিচ্ছেন শেন ওয়ার্ন। বল করার পরে তাঁর পরামর্শ মতো সঠিক বলটি করতে পারলে শ্রেয়াস গোপালকে উৎসাহ যোগাচ্ছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।