ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়লেন ট্রেন্ট বোর্ড। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চলতি আইপিএলের ফাইনালে দিল্লি ওপেনার মাকার্স স্টইনিসকে ফেরানোর সঙ্গে সঙ্গেই অনন্য নজির গড়েন কিউয়ি পেসার।
ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই স্টইনিসের উইকেট তুলে নেন বোল্ট। এই নিয়ে এবারের আইপিএলে মোট ৮টি ম্যাচে প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি। কোনও একটি আইপিএল মরশুমে প্রথম ওভারেই সবথেকে বেশি উইকেট তোলার রেকর্ড এখন এটিই।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
আগের রেকর্ড ছিল ভুবনেশ্বর কুমারের নামে। ২০১৬ আইপিএলে মোট ৬টি ম্যাচের প্রথম ওভারে উইকেট নিয়েছিলেন তিনি। আপাতত এই তালিয়াক দু'নম্বরে চলে গেলেন ভুবি।
এছাড়া প্রবীণ কুমার ২০১৩ আইপিএলের পাঁচটি ম্যাচে প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন। ২০১২ আইপিএলে জাহির খান পাঁচটি ম্যাচের প্রথম ওভারে উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।