দুবাইয়ে আইপিএল ২০২০-র ফাইনাল ম্যাচে টস করতে নামা মাত্রই টুর্নামেন্টের ইতিহাসে অনবদ্য এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে এটি হিটম্যানের ২০০তম ম্যাচ।
আইপিএল ফাইনালের মতো বড় মঞ্চে এমন মাইলস্টোন গড়া নিঃসন্দেহে বাড়তি মাত্রা যোগ করছে রোহিতের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ কেরিয়ারকে। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল ২০০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন রোহিত। তাঁর আগে কেবল মহেন্দ্র সিং ধোনি আইপিএলে ২০০ ম্যাচ খেলেছেন। ধোনি আইপিএলে মোট ২০৪টি ম্যাচে মাঠে নেমেছেন।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।