দুবাইয়ে আইপিএল ২০২০-র খেতাবি লড়াইয়ে টস জিতল দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার।
দিল্লি প্রথমবার আইপিএল ফাইনাল খেলতে নামলেও এমন স্মরণীয় ম্যাচে মাঠে নামা হল না পৃথ্বী শ'র। ক্যাপিটালস দ্বিতীয় কোয়ালিফায়ারের উইনিং কম্বিনেশন ধরে রেখে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। ফলে রিজার্ভ বেঞ্চেই থাকতে হয় পৃথ্বীকে।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
মুম্বই অবশ্য চমক দেয় তাদের প্রথম একাদশে। নির্ভরযোগ্য রাহুল চাহারকে বসিয়ে তারা মাঠে নামায় জয়ন্ত যাদবকে। এটাকে কৌশলগত সিদ্ধান্ত বলে বর্ণনা করেন মুম্বই অধিনায়ক রোহিত। দিল্লি দলে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান থাকায় জয়ন্তকে খেলানোর সিদ্ধান্ত নেন তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।