1 মিনিটে পড়ুন Updated: 17 Dec 2022, 02:03 PM ISTAyan Das
Shardul Thakur Marriage EXCLUSIVE: বিয়ে করতে চলেছেন ভারতের তারকা ক্রিকেটার। আগামী বছরেই বিয়ে করবেন তিনি। পাত্রী হলেন একটি বেকিং স্টার্ট-আপের প্রতিষ্ঠাতা। তিনিই জানালেন যে কবে বিয়ে হবে।
শার্দুল ঠাকুর ও মিতালি পারুলকর।
বিনয় এমআর মিশ্র
আগামী ২৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শার্দুল ঠাকুর। ‘হিন্দুস্তান টাইমস’-কে এক্সক্লুসিভ সেই খবর জানিয়েছেন ভারতের তারকা ক্রিকেটারের হবু স্ত্রী তথা বাগদত্তা মিতালি পারুলকর। যিনি একটি বেকিং স্টার্ট-আপের প্রতিষ্ঠাতা।
'হিন্দুস্তান টাইমস'-কে মিতালি জানিয়েছেন, আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হবে। তিনি বলেন, 'আমি উত্তেজনা চাপতে পারছি না।' সঙ্গে তিনি বলেন, 'ও (শার্দুল) মারাত্মক ব্যস্ত থাকবে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত খেলবে। ২৫ ফেব্রুয়ারি এখানে আসতে পারবে। তাই যাবতীয় দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। বিয়েতে ২০০ থেকে ২৫০ জন অতিথি থাকবেন। পুরোটা দ্রুততার মধ্যে হতে চলেছে।'
শার্দুলের হবু স্ত্রী যখন 'হিন্দুস্তান টাইমস'-র সঙ্গে বিয়ে নিয়ে কথা বলছিলেন, তখন বিয়েবাড়ির হলের দিকেই যাচ্ছিলেন। সেই ফাঁকেই মিতালি জানিয়েছেন, মুম্বইয়ের কারজাটে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবরা থাকবেন। শার্দুলের বাগদত্তা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা গোয়ায় ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছিলাম। কিন্তু এত ঝক্কি ও এতজন লোক থাকায় সেই বিষয়টি অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়াচ্ছিল।’
কীভাবে বিয়ে হবেন, তাও 'হিন্দুস্তান টাইমস'-কে জানিয়েছেন মিতালি। তিনি জানান, একেবারে মহারাষ্ট্র প্রথায় বিয়ে হবে। তবে তাতে থাকবে চমকও। সেইসঙ্গে তিনি বলেন, 'কোন পোশাক পরব, তা এখন ডিজাইনারদের সঙ্গেচূড়ান্ত করছি। আমি নিশ্চিত যে মূল অনুষ্ঠানে নৌভরি শাড়ি পরব। বাকি অনুষ্ঠানের জন্য কী পরব, সেটা দেখছি। তবে চূড়ান্ত লুক এখনও ঠিক করিনি আমরা।'
১৯৯১ সালে মহারাষ্ট্রের পালঘরে জন্মগ্রহণ করেন ভারতীয় তারকা অল-রাউন্ডার শার্দুল। ২০১৮ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। তবে চোটের জন্য সেই ম্যাচে মাত্র কয়েকটি বল করতে পেরেছিলেন। তারপর গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বায় জাদু করেছিলেন। ব্যাট হাতে দুরন্ত খেলার পর বল হাতেও পাঁচ উইকেট নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন। যিনি আপাতত ভারতের টেস্ট দলে নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।