ক্রেগ ফুলটন চেয়েছিলেন দল আরও সাফল্য পাক। সেই জন্য তিনি বলছেন, ‘ আমি খুব একটা খুশি নই এই স্থানে শেষ করতে পেরে। আরেকটু ওপরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠে নি। কিন্তু তাঁরপর যদি ভালো কিছু করা যেত, তাহলে সেটা এই পদক জয়। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা দলে পরিণত হয়েছি। '
ভারতীয় হকি দলের সঙ্গে কোচ ক্রেগ ফুলটন। ছবি- পিটিআই
টোকিয়ো অলিম্পিক্সের পর প্যারিস অলিম্পিক্সেও পদক জিতেছে ভারতীয় হকি দল। পরপর দুটি অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল ভারত। নীরজ চোপড়া এবং ভারতীয় হকি দলই একমাত্র টোকিয়ো এবং প্যারিস থেকে এদেশে পদক আনল। পি আর শ্রীজেশের ফেয়ারওয়েল ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল। ম্যাচ জয়ের পর দলের কোচ ক্রেগ ফুলটন বলেন, ‘ তৃতীয় কোয়ার্টারে ওদের ওপর বেশ ভালোই চাপ তৈরি করতে পেরেছি। বলও আমাদের আয়ত্তেই রেখেছিলাম অধিকাংশ সময়। আমি ম্যাচের আগে বলেছিলাম, কে এই পদকটার বেশি যোগ্য সেটা গুরুত্বপূর্ণ নয়, এই পদকটা জয়ের জন্য কে বেশি সচেষ্ট সেটাই বিষয়। আমাদের দলের ধারাবাহিকতা শুরু থেকে দেখে আসছ,শুরুটা অতটা ভালো ছিল না। আয়ারল্যান্ডকে হারিয়ে পরে আমরা কোয়ালিফাই করি। বেলজিয়াম ম্যাচেও ভালো খেলেছিলাম। আমরা কিছু উন্নতি করেছিলাম, যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দেখা গেছে। ’
ক্রেগ ফুলটন চেয়েছিলেন দল আরও সাফল্য পাক। সেই জন্য তিনি বলছেন, ‘ আমি খুব একটা খুশি নই এই স্থানে শেষ করতে পেরে। আরেকটু ওপরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠে নি। কিন্তু তাঁরপর যদি ভালো কিছু করা যেত, তাহলে সেটা এই পদক জয়। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা দলে পরিণত হয়েছি। আমাদের সব থেকে বড় কাজ ছিল দলগতি সংহতি তৈরি করা। যেটা গত তিন বছরে সম্ভব হয়েছে । প্রথমেই প্রয়োজন ছিল একে অপরের ওপর ভরসা আর বিশ্বাস তৈরি করা, কারণ সেটাই প্রথম কাজ যেটা দলের সাফল্যের জন্য দরকার। আমার মনে হয়েছিল আমরা এশিয়ান গেমসে ভালোই ফল করেছি, সেখান থেকে আমাদের পারফরমেনস আরও ভালো করতে হত। অস্ট্রেলিয়ায় প্রো লিগের একটু কঠিন সময় গেছিল, কিন্তু আমরা জানতাম সেই পরিস্থিতি বদলাবে ’।
হরমনপ্রীতদের হেডস্যার আরও বলেন, ‘ আমরা এখানে এসেছিলান আন্ডারডগ হিসেবে। বলা যায়, অনেকেই ভাবেনি আমরা প্রথম চারের মধ্যে শেষ করতে পারব। তবে আমি আশাবাদী ছিলাম, দল কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও দুরন্ত লড়াই দেবে। আর আমরা ভালো ফলও করেছি। তবে হ্যাঁ, দলের মধ্যে ভরসা এবং বিশ্বাস পেতে প্যাডি আপ্টন অনেক সাহায্য করেছে। আমাদের কোচিং স্টাফরাও অনেক পরিশ্রম করেছে। একমাত্র ভারত এবং জার্মানি পরপর পদক জিতল, এটাই বুঝিয়ে দিচ্ছে যে ভারতীয় হকি সঠিক পথেই হাঁটছে। স্পেনের বিরুদ্ধে গোটা ম্যাচই কিন্তু আমরা দাপটের সঙ্গে খেলেছি, অ্যাটাকও বেশি করেছি। ডিফেন্সও ভালোই করেছি। তবে হ্যা ম্যাচটা যথেষ্ট কঠিনই ছিল। স্পেন নিজেদের মতো করে মরিয়া চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত জিততে পেরে ভালোই লাগছে। প্রথমে গোল খেয়ে গেলেও আমাদের ছেলেরা হতচকিত হয়ে পড়েনি। ওরা জানে দলের মধ্যে বিশ্বাস রয়েছে, আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা জানতান, কর্নার পেলে আমরা গোল করে ফেলব, কারণ আমাদের প্ল্যান তৈরি ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।