বাংলা নিউজ > ময়দান > IND vs WI: সচিন, পন্টিংদের নজির স্পর্শ করার অপেক্ষায় কোহলি, রোহিতের সামনেও বড় মাইলস্টোন
পরবর্তী খবর
IND vs WI: সচিন, পন্টিংদের নজির স্পর্শ করার অপেক্ষায় কোহলি, রোহিতের সামনেও বড় মাইলস্টোন
1 মিনিটে পড়ুন Updated: 27 Jul 2023, 11:55 AM ISTTania Roy
ব্যক্তিগত নজিরের পাশাপাশি রোহিত শর্মা এবং বিরাট কোহলি জুটিও বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে। ওয়ানডে ফরম্যাটে ৪৯৯৮ রানের পার্টনারশিপ করেছে রোহিত-কোহলি জুটি। ৫০ ওভারের ফরম্যাটে ৫,০০০ রানের পার্টনারশিপ পূর্ণ করতে দু'জনের জুটিতে আর মাত্র দুই রান দরকার। আর তা হলেই বড় রেকর্ড গড়বেন রোহিত-কোহলি।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
২০০২ সালের পর প্রথম বার বার্বাডোজের কেনসিংটন ওভালে ওডিআই খেলবে ভারত। শেষ বার যখন তারা বিখ্যাত মাঠে এই ফর্ম্যাটে খেলেছিল, বর্তমান কোচ রাহুল দ্রাবিড় প্লেয়িং ইলেভেনে ছিলেন। সেই ম্যাচে টিম ইন্ডিয়া সাত উইকেটে জয় পেয়েছিলয সেই সময়ে ভারতের নতুন টেস্ট সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়ালের মাত্র পাঁচ মাস বয়স ছিল।
যাইহোক ২১ বছর পর বার্বাডোজের কেনসিংটন ওভালে খেলতে নামছে ভারত। আর সেই ম্যাচের আগে ভারতের দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে।
কোহলি এবং রোহিত দু'জনেই টেস্ট সিরিজে ভালো ফর্মে ছিলেন। এবং রোহিত দু'টি টেস্টের তিন ইনিংস মিলিয়ে ২৪০ রান করেছেন এবং শেষ টেস্ট র্যাঙ্কিং অনুযায়ী ব্যাটিংয়ে এক ধাপ উপরে উঠে নয় নম্বর জায়গা দখল করেছেন। অন্য দিকে কোহলি দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি সহ দু'টি টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১৯৭ রান করেছেন।
ওয়ানডে সিরিজে দুই সিনিয়র ব্যাটসম্যানেরই আলাদা লক্ষ্য থাকবে। তার মাঝেই ওডিআই ফরম্যাটে ১৩ হাজার রান পূর্ণ করা থেকে মাত্র ১০২ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের পরে তিনি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চলেছেন।
ভারতীয় রান মেশিন ২৭৪টি ম্যাচ খেলে ফেলেছেন। এবং ৫৭.৩২ গড়ে ১২৮৯৮ রান করেছেন। তিনি এখনও পর্যন্ত ৪৬টি শতরান এবং ৬৫টি হাফসেঞ্চুরি করেছেন।
এদিকে রোহিতের সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ১০,০০০ রান পূর্ণ করার লক্ষ্য থাকবে। ভারত অধিনায়ক বর্তমানে ৯,৮২৫ রান করে ফেলেছেন। আর ১৭৫ রান করলেই, ওডিআই-তে দশ হাজার রান করা ষষ্ঠ ভারতীয় খেলোয়াড় হিসেবে এলিট গ্রুপে যোগ দেবেন তিনি।
একদিনের ফরম্যাটে রোহিতের গড় ৪৮.৬৩। তিনি ২৪৩টি ওডিআই ম্যাচে ৩০টি সেঞ্চুরি এবং ৪৮টি হাফ সেঞ্চুরি করেছেন। টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়ী ভারত এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
এর পাশাপাশি রোহিত শর্মা এবং বিরাট কোহলি জুটিও বড় নজিরের সামনে দাঁড়িয়ে। ওয়ানডে ফরম্যাটে ৪৯৯৮ রানের পার্টনারশিপ করেছে রোহিত-কোহলি জুটি। ৫০ ওভারের ফরম্যাটে ৫,০০০ রানের পার্টনারশিপ পূর্ণ করতে দু'জনের জুটিতে আর মাত্র দুই রান দরকার। এমনটা হলে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে জুটিতে ৫ হাজার রান করার রেকর্ড গড়বেন কোহলি-রোহিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।