উসকো-খুসকো চুল। চোখে-মুখে কীরকম একটা বিরক্তির লক্ষণ। তবে যতটা না বেশি বিরক্তির লক্ষণ, তার থেকেও বেশি মনে হচ্ছে যে অজানা কোনও দুনিয়ায় পৌঁছে গিয়েছেন। কী হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, কিছুই যেন বুঝতে পারছেন না। এক ঝলক দেখলে মনে হচ্ছে যেন ঘুম থেকে তুলে দিয়ে কিছু একটা কঠিন জিনিস বোঝানো হচ্ছে বা কিছু একটা করতে বলা হচ্ছে। কিন্তু ঘুমের ঘোরে থাকায় সেটা পুরোপুরি মাথার উপর দিয়ে যাচ্ছে। ছিঁটেফোটাও মাথায় ঢুকছে না। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। যেরকম ভিডিয়োর জন্য হাপিত্যেশ করে বসে থাকেন মিমাররা। তাই সেরকম ভিডিয়ো পেয়ে একেবারেই সময় নষ্ট করেননি তাঁরা। মিম বানাতে শুরু করে দেন। তার জেরে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইতে শুরু করে। নিজেদের সব উদ্ভাবনী শক্তি ব্যবহার করে বিভিন্নরকম টুইট করতে শুরু করতে থাকেন নেটিজেনরা।
আরও পড়ুন: IND vs WI: এই নিয়ে মাথাই ঘামাচ্ছি না- বিদেশের মাঠে কোহলির ফর্ম নিয়ে প্রশ্নে রেগে লাল রোহিত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে তোলা হয় (পোর্ট অফ স্পেনে হচ্ছিল সেই টেস্ট)। বৃষ্টির জন্য সেদিন অনেকবার খেলা বন্ধ হয়ে যাচ্ছিল। আর পঞ্চম দিনে তো খেলাই হয়নি। তার জেরে ড্র হয়ে যায় দ্বিতীয় টেস্ট। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট নষ্ট হয় ভারতের। তারইমধ্যে রোহিতের ভাইরাল ভিডিয়ো নিয়ে মিমের বন্যা শুরু হয়ে যায়।
আরও পড়ুন: India's Probable Playing XI: সূর্যকে কি খেলানো হবে? ইশান না সঞ্জু- কে থাকবেন দলে? কুলচা জুটির খেলার সম্ভাবনা কম
ভারতের দ্বিতীয় ইনিংসের ১৯ তম ওভার শুরুর আগে সেই ঘটনা ঘটেছিল। সেইসময় ব্যাট করছিলেন ইশান কিষান এবং শুভমন গিল। তারইমধ্যে আচমকা ড্রেসিংরুম থেকে মাথা বের করে উদ্ভট একটা মুখভঙ্গি করতে থাকেন রোহিত। সম্ভবত কারও সঙ্গে কথা বলছিলেন। যিনি ভারতীয় ড্রেসিংরুমের বাইরে ছিলেন এবং যে ব্যক্তিকে ভাইরাল ভিডিয়োয় দেখা যায়নি। ভাইরাল ভিডিয়োর আগাগোড়া রোহিতের মুখ ওরকম গোমড়া হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।