কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমবার ইন্ডিয়া ক্যাপ হাতে পান মুকেশ কুমার। সেই ম্যাচে টেস্ট অভিষেক হয় বাংলার তারকা পেসারের। সপ্তাহ ঘুরতে না ঘুরতে এবার টিম ইন্ডিয়ার হয়ে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ করেন মুকেশ।
ব্রিজটাউনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৫০ ওভারের ক্রিকেটে হাতেখড়ি হয় মুকেশের। টেস্ট অভিষেকে মুকেশকে চতুর্থ বোলার হিসেবে আক্রমণে আনেন রোহিত। ওয়ান ডে অভিষেকে হার্দিক পান্ডিয়ার সঙ্গে নতুন বলে দৌড় শুরু করেন তিনি।
টেস্ট অভিষেকে একজোড়া উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেন মুকেশ। ওয়ান ডে অভিষেকেও কোচ-ক্যাপ্টেনকে হতাশ করেননি তিনি। প্রায় সেট হয়ে যাওয়া আলিক আথানাজেকে ফিরিয়ে ওয়ান ডে ক্রিকেটে দেশের হয়ে উইকেট তোলার কাজ শুরু করেন বাংলার পেসার।
টেস্টে মুকেশের প্রথম শিকার ছিলেন কার্ক ম্যাকেঞ্জি। তাঁর দ্বিতীয় শিকার ছিলেন আলিক আথানাজে। এবার ওয়ান ডে কেরিয়ারে মুকেশের প্রথম শিকার হলেন আথানাজে।
কেনিংটন ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের তৃতীয় ওভারে কাইল মায়ের্সকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের অষ্টম ওভারে মুকেশ ফেরান আথানাজেকে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
মুকেশের অফ-স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বল পয়েন্ট ফিল্ডারের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেন আথানাজে। তবে জাদেজা ঠিক সময়ে লাফিয়ে বল তালুবন্দি করেন। আথানাজেকে ব্যক্তিগত ২২ রানে সাজঘরে ফিরতে হয়। ১৮ বলের আগ্রাসী ইনিংসে আলিক ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ম্যাচের আগে মুকেশের মাথায় ওয়ান ডে ক্যাপ পরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। পরে মুকেশের প্রথম ওয়ান ডে উইকেটের পিছনেও অবদান রাখেন জাদেজা। তাঁর দুর্দান্ত ক্যাচের জন্যই আথানাজের উইকেট পকেটে পোরেন মুকেশ।
আরও পড়ুন:- WTC Points Table: পয়েন্টে পিছিয়ে থেকেও লিগ টেবিলে সবার আগে পাকিস্তান, ভারতের থেকে ‘লিড নেওয়া শুরু’ বাবর আজমদের