বাংলা নিউজ > ময়দান > IND vs WI, 2nd T20I: হাফসেঞ্চুরি করে সূর্যের রেকর্ড ভাঙলেন তিলক, অল্পের জন্য ছোঁয়া হল না রোহিতের নজির
পরবর্তী খবর
IND vs WI, 2nd T20I: হাফসেঞ্চুরি করে সূর্যের রেকর্ড ভাঙলেন তিলক, অল্পের জন্য ছোঁয়া হল না রোহিতের নজির
2 মিনিটে পড়ুন Updated: 06 Aug 2023, 10:53 PM ISTTania Roy
দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিলক বর্মা ৪১ বলে ৫১ রান করে তাঁর ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন। এটি তাঁর প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি। ভারতের কঠিন সময়ে তিনি ভরসা জুগিয়েছেন দলকে। তাঁর হাত ধরেই অনন্ত দেড়শো রানে পৌঁছয় ভারত।
তিলক বর্মা।
তিলক বর্মা একেবারে ধামাকাদার মেজাজে রয়েছেন। জাতীয় দলের জার্সিতে একটু একটু করে নিজের খোলস ছাড়ছেন তিলক। অভিষেক টি-টোয়েন্টি দলের হয়ে সর্বোচ্চ ৩৯ করেছিলেন। এদিনও তিনি দলের হয়ে সর্বোচ্চ রানই করেন। তবে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেন। সেই সঙ্গে গড়ে ফেলেন একাধিক নজির।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিলক বর্মা ৪১ বলে ৫১ রান করে তাঁর ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন। এটি তাঁর প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা। ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট মিলিয়ে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরি করার তালিকায় পাঁচে জায়গা করে নিয়েছেন তিলক। আর পুরুষদের তালিকায় তিনি রয়েছেন রোহিত শর্মার পর দুইয়ে।
টি-টোয়েন্টিতে কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরি:
২০ বছরের তরুণ ভারতের হয়ে টানা দুই ইনিংসে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড করেছেন। তিনি তাঁর অভিষেক ম্যাচে মাত্র ২২ বলে ৩৯ রান করেছিলেন। এদিন ৫১ রান করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর প্রথম দুটি ইনিংসে তিনি ৯০ রান করে ফেলেছেন। সেই সঙ্গে সূর্যকুমার যাদবের রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম দুই ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা। সূর্যকুমার যাদব প্রথম দুই ইনিংসে ৮৯ রান করেছিলেন। সেই রেকর্ডকে ছাপিয়ে যান তিলক।
ভারতের হয়ে প্রথম দু'টি টি-টোয়েন্টি ইনিংসে সর্বাধিক রান:
তিলক বর্মা- ৯০ রান
সূর্যকুমার যাদব- ৮৯ রান
মনদীপ সিং- ৮৩ রান
ভারত ৩.৩ ওভারে ১৮ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল। সেই সময়ে তিলক বর্মা ভারতীয় ইনিংসকে ভরসা দেন। তাঁর ইনিংসের হাত ধরেই ভারত ১৫০ রানে পৌঁছয়। একেই পিচ নিয়ে সমস্যা, তার উপর ভারতের বেহাল দশা- সব চাপ সামলে তিনি হাফসেঞ্চুরি করেন। যে কারণে তাঁর পারফরম্যান্স বিশেষ ভাবে চিত্তাকর্ষক ছিল।
৩৯ বলে এদিন তিলক হাফসেঞ্চুরি পূরণ করেন। তিনি শেষ পর্যন্ত আকিল হোসেনের বলে ওবেদ ম্যাকয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তিনি ছাড়া ২৭ করেছেন ইশান। ২৪ করেছেন হার্দিক পান্ডিয়া। ১৪ রান করেছেন অক্ষর প্যাটেল বাকিরা দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। ভারত ৭ উইকেটে ১৫২ রান করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।