এজবাস্টন টেস্টে জিততে হলে এই মাঠে শেষ ইনিংসে রান তাড়া করার সর্বকালীন রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। কেননা চলতি এজবাস্টন টেস্টে ভারতের লিড ইতিমধ্যেই তিনশো রানের গণ্ডি ছাড়িয়েছে। এই মাঠে তিনশোর বেশি রান তাড়া করে কোনও দল কখনও টেস্ট ম্যাচ জেতেনি।
এজবাস্টনে সব থেকে বেশি রান তাড়া করে টেস্ট জেতার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার নামে। ২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ইনিংসে ২৮১ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ২৮৩ রান তুলে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। সুতরাং ভারতকে হারাতে হলে দক্ষিণ আফ্রিকার ১৪ বছর আগের রেকর্ড ভাঙতে হবে বেন স্টোকসদের।
ভারত বনাম ইংল্যান্ড এজবাস্টন টেস্টের চতুর্থ দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
এজবাস্টনে ইংল্যান্ডের সব থেকে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ১৯৯৯ সালে কিউয়িদের ঝুলিয়ে দেওয়া ২০৮ রানের টার্গেট তাড়া করে জয় তুলে নেন ব্রিটিশরা। ভারতের বিরুদ্ধে ১৯৯৬ সালে এই মাঠে সব থেকে বেশি ১২১ রানের টার্গেট তাড়া করে টেস্ট জেতে ইংল্যান্ড।
আরও পড়ুন:- IND vs ENG: পন্তের ব্যাটিং দৌরাত্ম্যে এজবাস্টনে ভেঙে চুরমার ৬৯ বছর পুরনো রেকর্ড
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।