India vs Bangladesh 2nd ODI Live Score: লড়াকু হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল। মরিয়া চেষ্টা করেও ম্যাচ জেতাতে পারেননি রোহিত শর্মা।
মরিয়া চেষ্টাতেও ম্যাচ জেতাতে পারলেন না রোহিত। ছবি- এপি
বাগে পেয়েও বাংলাদেশকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারাতে পারেনি টিম ইন্ডিয়া। লো-স্কোরিং ম্যাচে জয় তুলে নিয়ে শাকিব আল হাসানরা ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যান। এবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে দু'দল। স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার কাছে সিরিজের বাকি দু'টি ম্যাচ ডু-অর-ডাই লড়াইয়ে পরিণত হয়। একটি ম্যাচ হারলেই ওয়ান ডে সিরিজ খোয়াতে হতো রোহিত শর্মাদের। সিরিজে ভেসে থাকতে বুধবার জয় তুলে নেওয়া ছাড়া উপায় ছিল না টিম ইন্ডিয়ার। যদিও শেষ ওভারের থ্রিলারে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও হেরে বসে ভারত। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
07 Dec 2022, 08:55 PM IST
দুরন্ত নজির গড়েন মেহেদি
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অপরাজিত শতরান করার সুবাদে অনবদ্য এক নজির গড়েন মেহেদি হাসান মিরাজ। ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ব্যাটিং অর্ডারের ৮ নম্বর তা তারও নীচে ব্যাট করতে নেমে ওয়ান ডে সেঞ্চুরি করেন তিনি। মিরাজের আগে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ নম্বরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের সিমি সিং অপরাজিত ১০০ রান করেছিলেন। ভারতের বিরুদ্ধে মেহেদিও ১০০ রান করে নট-আউট থাকেন।
07 Dec 2022, 08:41 PM IST
কবে খেলা হবে সিরিজের শেষ ওয়ান ডে?
১০ ডিসেম্বর, অর্থাৎ আগামী শনিবার মীরপুরেই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই এখন প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার।
07 Dec 2022, 08:32 PM IST
ম্যাচের সেরা মেহেদি
প্রথমে ব্যাট হাতে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৩ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। পরে বল হাতে ৪৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মেহেদি।
07 Dec 2022, 07:57 PM IST
সিরিজ জিতল বাংলাদেশ
প্রথম ওয়ান ডে ম্যাচে ১ উইকেটের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৫ রানের উত্তেজক জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
07 Dec 2022, 07:52 PM IST
রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের
মুস্তাফিজুরের শেষ ওভারের প্রথম বলে কোনও রান ওঠেনি। দ্বিতীয় বলে চার মারেন রোহিত। তৃতীয় বলও বাউন্ডারিতে পাঠান হিটম্যান। চতুর্থ বলে কোনও রান ওঠেনি। সুতরাং, শেষ ২ বলে জয়ের জন্য ১২ রান দরকার ছিল টিম ইন্ডিয়ার। পঞ্চম বলে ছক্কা হাঁকান রোহিত। শেষ বলে ছয় মারলেই ভারত ম্যাচ জিতত। তবে ইয়র্কার ডেলিভারিতে রোহিতকে ছক্কা হাঁকানো থেকে বিরত করেন মুস্তাফিজ। বাংলাদেশের ২৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেটে ২৬৬ রানে আটকে যায়। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হারে ভারত। রোহিত ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।
07 Dec 2022, 07:46 PM IST
শেষ ওভারে ২০ রান দরকার ভারতের
৪৯তম ওভারে মাহমুদুল্লাহর বলে এবাদত ও বিজয়ের হাত থেকে দু'বার জাবনদান পান রোহিত। সেই ওভারে ২টি ছক্কা মারেন তিনি। ওভারের শেষ বলে বোল্ড হন সিরাজ। তিনি ১২ বলে ২ রান করেন। ওভারে ২০ রান ওঠে। ভারত ২৫২ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমরান মালিক। জয়ের জন্য শেষ ওভারে ২০ রান দরকার টিম ইন্ডিয়ার। রোহিত ২২ বলে ৩৭ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ৪টি ছক্কা।
07 Dec 2022, 07:41 PM IST
২ ওভারে ৪০ রান দরকার ভারতের
৪৭তম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করে ভারত। রোহিত মাত্র ২টি বল খেলার সুযোগ পান সেই ওভারে। ৪৮তম ওভারে মুস্তাফিজুরের বলে ১ রানও সংগ্রহ করতে পারেননি সিরাজ। অর্থাৎ, ২ ওভারে মাত্র ১ রান ওঠে। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২৩২ রান। জয়ের জন্য শেষ ২ ওভারে ৪০ রান দরকার টিম ইন্ডিয়ার।
07 Dec 2022, 07:28 PM IST
৪ ওভারে ৪১ দরকার ভারতের
৪৬তম ওভারে এবাদতের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১৮ রান ওঠে। ৪৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৮ উইকেটে ২৩১ রান। জয়ের জন্য ৪ ওভারে ভারতের দরকার ৪১ রান। রোহিত ১৫ বলে ২০ রান করেছেন।
07 Dec 2022, 07:23 PM IST
দীপক চাহার আউট
৪৫.১ ওভারে এবাদত হোসেনের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন দীপক চাহার। ১৮ বলে ১১ রান করে মাঠ ছাড়েন চাহার। ভারত ২১৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ।
07 Dec 2022, 07:13 PM IST
শার্দুলকে ফেরালেন শাকিব
৪২.৪ ওভারে শাকিব আল হাসানের বলে শার্দুল ঠাকুরকে স্টাম্প-আউট করেন মুশফিকুর রহিম। ভারত ২০৭লরানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোহিত শর্মা।
07 Dec 2022, 07:09 PM IST
২০০ টপকাল ভারত
৪২তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪২ ওভার শেষে টিম ইন্ডিয়ারল স্কোর ৬ উইকেটে ২০৪ রান। ১৩ বলে ৮ রান করেছেন দীপক চাহার। তিনি ১টি ছক্কা মেরেছেন। ২০ বলে ৬ রান করেছেন শার্দুল ঠাকুর।
07 Dec 2022, 07:03 PM IST
৫৪ বলে ৭৭ রান দরকার ভারতের
৪১ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৯৫ রান। জয়ের জন্য শেষ ৯ ওভারে ৭৭ রান দরকার টিম ইন্ডিয়ার। ১৮ বলে ৫ রান করেছেন শার্দুল ঠাকুর। ৯ বলে ১ রান করেছেন দীপক চাহার।
07 Dec 2022, 06:48 PM IST
অক্ষর প্যাটেল আউট
৩৮.২ ওভারে এবাদত হোসেনের বলে শাকিব আল হাসানের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৫৬ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৮৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক চাহার।
07 Dec 2022, 06:39 PM IST
হাফ-সেঞ্চুরি অক্ষরের
১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অক্ষর প্যাটেল। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৮১ রান। ৫০ রানে ব্যাট করছেন অক্ষর।
07 Dec 2022, 06:36 PM IST
শ্রেয়সকে ফেরালেন মেহেদি
৩৪.৬ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১০২ বলে ৮২ রান করে সাজঘরে ফেরেন শ্রেয়স। মারেন ৬টি চার ও ৩টি ছক্কা। ভারত ১৭২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। অক্ষর ৪৩ রানে ব্যাট করছেন। মেহেদি ৫ ওভারে ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
07 Dec 2022, 06:23 PM IST
দেড়শো টপকাল ভারত
৩২তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৩৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৫৮ রানষ শ্রেয়স আইয়ার ৭৩ রান করেছেন। অক্ষর প্যাটেল ব্যাট করছেন ব্যক্তিগত ৩৮ রানে।
07 Dec 2022, 06:15 PM IST
২০ ওভারে ভারতের দরকার ১২৯ রান
৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৪৩ রান। জয়ের জন্য শেষ ২০ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১২৯ রান। ৮৯ বলে ৬৮ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৩০ বলে ২৮ রান করেছেন অক্ষর।
07 Dec 2022, 06:07 PM IST
জমাট জুটি অক্ষর-শ্রেয়সের
২৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৯ রান। ২৬ বলে ২৬ রান করেছেন অক্ষর প্যাটেল। তিনি ২টি ছক্কা মেরেছেন। ৮১ বলে ৫৬ রান করেছেন শ্রেয়স আইয়ার।
07 Dec 2022, 05:53 PM IST
হাফ-সেঞ্চুরি শ্রেয়সের
৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১১৭ রান। শ্রেয়স ৫০ ও অক্ষর ২০ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ ২৫ ওভারে ভারতের দরকার ১৫৫ রান।
07 Dec 2022, 05:43 PM IST
১০০ ছুঁল ভারত
২২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০০ রান। শ্রেয়স আইয়ার ৬১ বলে ৪৪ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ১০ বলে ১০ রান করেছেন অক্ষর প্য়াটেল। তিনি ১টি ছক্কা মেরেছেন।
07 Dec 2022, 05:28 PM IST
লোকেশ রাহুল আউট
১৮.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। ২৮ বলে ১৪ রান করেন তিনি। ভারত ৬৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এক্ষর প্য়াটেল। শ্রেয়স ২৫ রানে ব্যাট করছেন।
07 Dec 2022, 05:18 PM IST
চাপ কাটানোর চেষ্টায় রাহুলরা
১৭ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৬০ রান সংগ্রহ করেছে। শ্রেয়স ২৩ রানে ব্যাট করছেন। ১১ রানে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল।
07 Dec 2022, 05:04 PM IST
৫০ টপকাল ভারত
১৪তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৫৩ রান। শ্রেয়স আইয়ার ৩৮ বলে ২২ রান করেছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১১ বলে ৫ রান করেছেন লোকেশ রাহুল।
07 Dec 2022, 04:50 PM IST
ওয়াশিংটন সুন্দর আউট
ইনিংসের দশম ওভারে প্রথমবার বল করতে আসেন শাকিব আল হাসান। ওভারের শেষ বলে তিনি ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দরকে। ৯.৬ ওভারে লিটনের হাতে ধরা দেন সুন্দর। ১৯ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৩৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল।
07 Dec 2022, 04:38 PM IST
প্রতিরোধ গড়ছেন শ্রেয়স-ওয়াশিংটন
৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৫ রান। ১৪ বলে ৫ রান করেছেন শ্রেয়স আইয়ার। মেরেছেন ১টি চার। ১২ বলে ৬ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। তিনিও ১টি চার মেরেছেন।
07 Dec 2022, 04:27 PM IST
শিখর ধাওয়ান আউট
২.৫ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ১০ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ১৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর।
07 Dec 2022, 04:14 PM IST
বিরাট কোহলি আউট
১.৫ ওভারে এবাদতের বল ব্যাটের কানা লাগিয়ে স্টাম্পে টেনে আনেন বিরাট কোহলি। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৫ রান করে মাঠ ছাড়েন কোহলি। ভারত ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।
07 Dec 2022, 04:08 PM IST
ওপেনে ধাওয়ান-কোহলি
রোহিত চোট পেয়ে মাঠ ছেড়েছেন। তাই ওপেন করতে নামেননি হিটম্যান। বদলে শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন বিরাট কোহলি। বোলিং শুরু করেন মেহেদি হাসান মিরাজ। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন বিরাট। প্রথম ওভারে ৬ রান ওঠে। কোহলি ৩ বলে ৫ রান করেছেন।
07 Dec 2022, 03:37 PM IST
মেহেদির সেঞ্চুরি, ভারতের সামনে কঠিন টার্গেট
ইনিংসের একেবারে শেষ বলে ১ রান নিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন মেহেদি হাসান মিরাজ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর প্রথম শতরান। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭১ রান সংগ্রহ করে। মেহেদি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। নাসুম আহমেদ ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৮ রান করে নট-আউট থাকেন। শার্দুল ১০ ওভারে ১টি মেডেন-সহ ৪৭ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৭২ রান।
07 Dec 2022, 03:30 PM IST
২৫০ টপকাল বাংলাদেশ
৪৯ ওভারে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৫৫ রান। মেহেদি হাসান ৮৫ ও নাসুম ১৮ রানে ব্যাট করছেন। সিরাজ ১০ ওভারে ৭৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। উমরান ১০ ওভারে ২টি মেডেন-সহ ৫৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেছেন।
07 Dec 2022, 03:12 PM IST
মাহমুদুল্লাহ আউট
৪৬.১ ওভারে উমরান মালিকের বলে মাহমুদুল্লাহর দুর্দান্ত ক্যাচ ধরেন লোকেশ রাহুল। ৯৬ বলে ৭৭ রান করেন মাহমুদুল্লাহ। মারেন ৭টি চার। বাংলাদেশ ২১৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাসুম আহমেদ। তিনি ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন। ওভারের শেষ বলে চার মারেন মেহেদি। ৪৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৩১ রান। ৭০ রানে ব্যাট করছেন মেহেদি।
07 Dec 2022, 03:09 PM IST
২০০ টপকাল বাংলাদেশ
৪৫তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ৪৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২১৭ রান। ৯৫ বলে ৭৭ রান করেছেন মাহমুদুল্লাহ। মেরেছেন ৭টি চার। ৭১ বলে ৬৬ রান করেছেন মেহেদি। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
07 Dec 2022, 02:43 PM IST
হাফ-সেঞ্চুরি মাহমুদুল্লাহর
৪টি বাউন্ডারির সাহায্যে ৭৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদুল্লাহ। ৪১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৭৮ রান। মেহেদি ৫৭ ও মাহমুদুল্লাহ ৫০ রানে
07 Dec 2022, 02:37 PM IST
বোলিং কোটা শেষ ওয়াশিংটনের
১০ ওভারের বোলিং কোটা শেষ করলেন ওয়াশিংটন সুন্দর। তিনি ৩৭ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬৯ রান। সুতরাং, মাহমুদুল্লাহ ও মিরাজ সপ্তম উইকেটের জুটিতে ১০০ রান যোগ করেন। মিরাজ ৫৯ বলে ৫৩ রান করেছেন। ৭০ বলে ৪৭ রান করেছেন মাহমুদুল্লাহ।
07 Dec 2022, 02:30 PM IST
হাফ-সেঞ্চুরি মেহেদির
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মেহেদি হাসান মিরাজ। ৩৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৬৫ রান। মেহেদি ৫১ ও মাহমুদুল্লাহ ৪৫ রানে ব্যাট করছেন।
৩৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৩৬ রান। ৪৮ বলে ৩০ রান করেছেন মাহমুদুল্লাহ। তিনি ২টি চার মেরেছেন। ৩৮ বলে ৩৯ রান করেছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
07 Dec 2022, 01:48 PM IST
১০০ টপকাল বাংলাদেশ
২৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১১৫ রান। ২৮ বলে ২৬ রান করেছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩৪ বলে ২২ রান করেছেন মাহমুদুল্লাহ। তিনি ২টি চার মেরেছেন। ৮ ওভারে ৩৪ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।
07 Dec 2022, 01:34 PM IST
ফের বাংলাদেশকে টানছেন মিরাজ
২৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৯৩ রান। ২০ বলে ১৬ রান করেছেন মাহমুদুল্লাহ। তিনি ২টি চার মেরেছেন। ১২ বলে ১০ রান করেছেন মেহেদি হাসান। মেরেছেন ১টি চার। সিরাজ ৭ ওভারে ৪০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
07 Dec 2022, 01:12 PM IST
আফিফ আউট
পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। ১৮.৬ ওভারে ওয়াশিংটনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসা আফিফ হোসেন। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন আফিফ। বাংলাদেশ ৬৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ওয়াশিংটন। তিনি ৩ ওভারে ১১ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
07 Dec 2022, 01:10 PM IST
মুশফিকুর আউট
১৮.৫ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে ধাওয়ানের হাতে ধরা দেন মুশফিকুর রহিম। ২৪ বলে ১২ রান করেন মুশফিক। মারেন ২টি চার। বাংলাদেশ ৬৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফিফ হোসেন।
07 Dec 2022, 01:02 PM IST
শাকিব আল হাসান আউট
১৬.৬ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে শিখর ধাওয়ানের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন শাকিব আল হাসান। যদিও হাতে না বলে পায়ে বলাই ভালো। কেননা, ধাওয়ান বল তালুবন্দি করতে পারেননি। তবে তাঁর হাত থেকে বেরিয়ে যাওয়ার পরে বল আটকে যায় ধাওয়ানের দু'পায়ের ফাঁকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৮ রান করেন শাকিব। বাংলাদেশ ৬৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন মাহমুদুল্লাহ। মুশফিকুর ব্যাট করছেন ১১ রানে।
07 Dec 2022, 12:39 PM IST
নাজমুলকে বোল্ড করলেন উমরান
১৩.১ ওভারে ১৫১ কিলোমিটারের আগুনে ডেলিভারিতে নামজমুল হোসেন শান্তর স্টাম্প ছিটকে দিলেন উমরান মালিক। ৩৫ বলে ২১ রান করে মাঠ ছাড়েন শান্ত। মারেন ৩টি চার। বাংলাদেশ ৫২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। তিনি ক্রিজে এসে প্রথম বলেই চার মারেন। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। শাকিব ১২ বলে ৫ রান করেছেন। মুশফিক ৫ বলে ৫ রান করেছেন। ২ ওভারে ৫ রানে ১ উইকেট নিয়েছেন উমরান।
07 Dec 2022, 12:16 PM IST
লিটনকে ফেরালেন সিরাজ
৯.২ ওভারে সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিটন দাস। ১টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৭ রান করে মাঠ ছাড়েন বাংলাদেশ দলনায়ক। ৩৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৪৪ রান। ১৫ রানে ব্যাট করছেন নাজমুল। সিরাজ ৫ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২৩ রান। ১২ বলে ৬ রান করেছেন লিটন দাস। মেরেছেন ১টি চার। ৯ বলে ৬ রান করেছেন নাজমুল।
07 Dec 2022, 11:44 AM IST
এনামুলকে ফেরালেন সিরাজ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন এনামুল হক। তৃতীয় বলে ২ রান নেন তিনি। চতুর্থ বলে স্লিপে রোহিত শর্মার হাত থেকে জীবনদান পান এনামুল। আঙুল কেটে যাওয়ায় মাঠ ছাড়েন হিটম্যান। তবে পড়ে পাওয়া জীবনদান কাজে লাগাতে পারেননি তিনি। ১.৫ ওভারে সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন এনামুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এনামুল। বাংলাদেশ ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত।
07 Dec 2022, 11:36 AM IST
ম্যাচ শুরু
এনামুল হককে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লিটন দাস। বোলিং শুরু করেন দীপক চাহার। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন এনামুল। প্রথম ওভারে ১ রান ওঠে।
07 Dec 2022, 11:21 AM IST
বাংলাদেশের প্রথম একাদশ
লিটন দাস (ক্যাপ্টেন), এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
প্রথম একাদশে একজোড়া রদবদল করে ভারত। শাহবাজ আহমেদের জায়গায় দলে ফিরলেন অক্ষর প্যাটেল। শাহবাজ প্রথম ম্যাচে মন্দ বোলিং করেননি। উইকেট না পেলেও তিনি ৯ ওভারে মাত্র ৩৯ রান খরচ করেন। কুলদীপ সেন মাঠে নামার মতো ফিট নন। তাঁর জায়গায় দলে ঢুকলেন উমরান মালিক। উল্লেখ্য, মহম্মদ শামি চোট পেয়ে ছিটকে যাওয়ায় উমরান ওয়ান ডে স্কোয়াডে ঢুকেছিলেন।
07 Dec 2022, 11:04 AM IST
টস হারল ভারত
প্রথম ওয়ান ডে ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও টস হারল ভারত। টস জিতে বাংলাদেশ দলনায়ক মহম্মদ মিঠুন এবার শুরুতে ব্যাট করার সিদ্ধান্তে নেন। প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন মনে হয়েছে বাংলাদেশের। সে কারণেই এবার শুরুতে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে চায় তারা। সুতরাং, মীরপুরে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
07 Dec 2022, 10:34 AM IST
টেস্ট সিরিজের আগে সতর্ক ভারত
টেস্ট সিরিজের আগে ওয়ান ডে সিরিজ হারতে হলে আত্মবিশ্বাসে ধাক্কা লাগবে টিম ইন্ডিয়ার। সুতরাং, পচা শামুকে পা না কাটে, সতর্ক রোহিত শর্মারা। তিন ম্যাচের সিরিজের শুরুতেই বাংলাদেশ লিড নেওয়ায় ভারতের সামনে বাকি ২টি ম্যাচই ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে।
07 Dec 2022, 10:32 AM IST
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। ৪১.২ ওভারে ১৮৬ রানে অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ৭৩ রান করেন লোকেশ রাহুল। ৫টি উইকেট নেন শাকিব আল হাসান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৭ রান তুলে নেয়। ৩৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। ৩টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ১ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় বাংলাদেশ।