বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: একই ওভারে কোহলি, জাদেজাকে ফিরিয়ে বোল্যান্ডই ভারতের স্বপ্নে ছাই ফেলেন- ভিডিয়ো
পরবর্তী খবর
IND vs AUS, WTC Final 2023: একই ওভারে কোহলি, জাদেজাকে ফিরিয়ে বোল্যান্ডই ভারতের স্বপ্নে ছাই ফেলেন- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 11 Jun 2023, 11:42 PM ISTTania Roy
রবিবার কোহলিকে সাজঘরে ফেরান স্কট বোল্যান্ড। বোল্যান্ড এই একই ওভারে রবীন্দ্র জাদেজাকেও আউট করেন। বোল্যান্ডের এই জোড়া আঘাতই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়।
একই ওভারে কোহলি, জাদেজাকে ফিরিয়ে ভারতের কোমর ভাঙেন বোল্যান্ড।
৪৪৪ রান তাড়া করতে নেমে পঞ্চম দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই অলআউট। ২০৯ রানে হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনালেও শিরোপা অধরাই থেকে গেল। এই টুর্নামেন্টে পরপর দুই সংস্করণের ফাইনালে উঠলেও জয়ের স্বাদ পেল না টিম ইন্ডিয়া। রবিবার পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ভারতের সাত উইকেট তুলে নিয়ে বাজিমাত করল অস্ট্রেলিয়া।
বিরাট কোহলি চতুর্থ দিনের শেষে ৪৪ রানে অপরাজিত ছিলেন। এদিন মাত্র ৫ রান যোগ করেন নিজের ব্যক্তিগত স্কোরে। ৪৯ রানে ফেরেন ভারতের প্রাক্তন নেতা। অথচ তাঁকে ঘিরেই টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল ভারত। তিনি ভারতীয় ইনিংসের হাল ধরে নদী পার করে করবেন, ধরেই নিয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু সেই স্বপ্নে কার্যত জল ঢেলে দিলেন কোহলি নিজেই।
রবিবার কোহলিকে সাজঘরে ফেরান স্কট বোল্যান্ড। বোল্যান্ড এই একই ওভারে রবীন্দ্র জাদেজাকেও আউট করেন। বোল্যান্ডের এই জোড়া আঘাতই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়।
অজিদের দেওয়া ২৪৪ রান তাড়া করতে নেমে শনিবার ম্যাচের চতুর্থ দিনে ভারত ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। পঞ্চম দিনে বাকি ২৮০ রান তুলতে হলে, ক্রিজে টিকে থাকতে হবে। উইকেট হারানো যাবে না, এই ছিল প্রাথমিক শর্ত। কিন্তু বোলান্ডের ডেলিভারিতে ব্যাট চালাতে গিয়ে ধরা পড়লেন বিরাট। ওভারের তৃতীয় বলে বিরাটকে ফেরানোর পরই নতুন ব্যাটসম্যান জাদেজার বিরুদ্ধেও সেই একই স্ট্র্যাটেজি। পঞ্চম বলে ফিরলেন জাড্ডু।
বোল্যান্ডের ডেলিভারি বুঝতেই পারেননি বিরাট। তিনি বাইরের বলে খোঁচা মেরে ক্যাচ তোলেন। ৪৬.৩ ওভারে বোল্যান্ডের বলে স্লিপে কোহলির দুর্দান্ত ক্যাচ নেন স্টিভ স্মিথ। ৭৮ বলে ৪৯ রানে আউট হন বিরাট। এখানেই যাবতীয় স্বপ্নের ইতি হয়ে যায়। গোদের ওপর বিষফোঁড়া হয়, প্রথম বলেই রবীন্দ্র জাদেজার আউট হওয়া। মাত্র এক বলের ব্যবধানে কোহলি এবং জাদেজাকে ফিরিয়ে দেন বোল্যান্ড।
এই ওভারের পরেই চাপ হুহু করে বেড়ে যায় ভারতের। ১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে একেবারে কোণঠাঁসা হয়ে পড়ে ভারত। রোহিত সর্মা ব্রিগেড যে ম্যাচ হারতে চলেছে, সেই সঙ্কেত পাওয়া যায় বোল্যান্ডের ওভার শেষেই। কারণ তার পরেই ম্যাচের রাশ পুরোটাই চলে যায় অজিদের দখলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।