ভারতের বিরুদ্ধে ইন্দোর টেস্টের প্রথম দিনেই কিংবদন্তি শেন ওয়ার্নের দুর্দান্ত এক রেকর্ড ভেঙে দেন নাথান লিয়ন। চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাদেজাকে সাজঘরে ফেরানো মাত্রই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নেন অজি স্পিনার।
প্রথম ইনিংসে ২টি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই এশিয়ার মাটিতে সব থেকে বেশি উইকেট নেওয়া সফরকারী বোলারে পরিণত হন লিয়ন। এতদিন এই রেকর্ড ছিল ওয়ার্নের নামে। তিনি এশিয়ায় মোট ১২৭টি টেস্ট উইকেট নিয়েছেন। পূজারাকে ফিরিয়ে লিয়ন ছুঁয়ে ফেলেন ওয়ার্নকে। পরে জাদেজাকে আউট করে তিনি রেকর্ড নিজের নামে করেন। অর্থাৎ, রবীন্দ্র জাদেজা এশিয়ার মাটিতে টেস্টে লিয়নের ১২৮তম শিকার।
এশিয়ার পিচে স্পিনাররা কতটা দাপট দেখান, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। সেখানে ওয়ার্নের মতো কিংবদন্তির রেকর্ড ভাঙা দুর্দান্ত কৃতিত্ব বলতেই হয়।
ইন্দোরে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ৮ ওভারের মধ্যেই টিম ইন্ডিয়া তাদের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিলের উইকেট হারিয়ে বসে। নবম ওভারে প্রথমবার বল করতে আসেন নাথান লিয়ন। নিজের প্রথম ওভারেই চেতেশ্বর পূজারার উইকেট তুলে নেন তিনি। ৮.২ ওভারে নাথানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পূজারা। ভারত দলগত ৩৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন:- WPL 2023: টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু, উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন কিয়ারা-কৃতি
পরে ইনিংসের ১০.৫ ওভারে লিয়নের বলে কুনম্যানের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। লিয়ন নিজের প্রথম ২ ওভারে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন এবং ওয়ার্নের রেকর্ড ভাঙেন।
লিয়ন প্রথম ইনিংসে কেএস ভরতের উইকেটটিও তুলে নেন। ইনিংসের ২৪.৫ ওভারে লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ভরত। ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ১০৯ রানে অল-আউট হয় ভারত। লিয়ন ১১.২ ওভার বল করে ২টি মেডেন-সহ ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। সুতরাং, ইন্দোর টেস্টের প্রথম ইনিংসের শেষে এশিয়ার মাটিতে লিয়নের টেস্ট উইকেট সংখ্যা দাঁড়ায় ১২৯টি।
আরও পড়ুন:- WPL চালু করেও হরমনপ্রীতদের বিদেশি লিগে খেলা আটকাচ্ছে না BCCI, তবে কি কোহলিদের রাস্তাও খুলবে এবার?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।