‘হারের জন্য ফেক ফিল্ডিং বা ভিজে মাঠের অজুহাত দিয়ে লাভ নেই। বাংলাদেশ ম্যাচ হেরেছে নিজেদের দোষেই।’ ভারতের কাছে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে পরাজিত হওয়ার পরে বাংলাদেশ শিবির থেকে যেরকম অদ্ভুত সব অভিযোগ তোলা হচ্ছে, তার প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করেন হর্ষ ভোগলে।
ভারত-পাকিস্তান ম্যাচ বরাবর চূড়ান্ত উত্তেজক রূপ নেয় বাইশগজে। তবে ভারত-বাংলাদেশ ম্যাচে বেশিরভাগ সময়েই কোনও না কোনও বিতর্কিত প্রসঙ্গ উত্থাপিত হয়। যার অন্যথা হয়নি এবারও। অ্যাডিলেডের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে উঠে বাংলাদেশ শিবির থেকে দাবি করা হয় যে, বিরাট কোহলি ফিল্ডিং করার সময় একবার হাতে বল না থাকা সত্ত্বেও বল ছোঁড়ার নাটক করেন। এক্ষেত্রে আইসিসির নিয়ম অনুযায়ী তাদের পেনাল্টির ৫ রান পাওয়া উচিত ছিল। সেটা পেলে তারা ম্যাচ জিতে যেত। তাছাড়া বৃষ্টির পরে ভিজে মাঠে বাংলাদেশকে ব্যাট করতে বাধ্য করা হয়েছে বলেও প্রকারান্তরে অভিযোগ তোলা হয়।
আরও পড়ুন:- PAK vs SA: বাবর-রিজওয়ান ডাহা ফেল, পাকিস্তানের আশা জিইয়ে রাখলেন শাদব-ইফতিকার
হর্ষ টুইটারে এপ্রসঙ্গে লেখেন, ‘ফেক ফিল্ডিংয়ের কথা যদি বলা হয়, তবে সত্যি হল এটাই যে, ঘটনাটি কারও চোখে পড়েনি। আম্পায়াররা দেখেননি, ব্যাটার দেখতে পায়নি, এমনকি আমরাও দেখিনি। নিয়মের ৪১.৫ ধারায় ফেক ফিল্ডিংয়ের জন্য শাস্তিবিধানের কথা বলা হয়েছে, যদিও সেটা আম্পায়ারদের যথাযখ বিষ্লেষণ করতে হবে। তবে ঘটনাটি যখন চোখেই পড়েনি, তখন কী আর করা যায়!’
পরে আরও একটি টুইটে হর্ষ লেখেন, ‘আমার মনে হয় না ভিজে মাঠ নিয়ে কেউ কোনও অভিযোগ করেছে বলে। শাকিব একেবারে যথার্থই বলেছে যে, এটা ব্যাটিং দলকে সুবিধা দিতে পারে। যতক্ষণ না অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, আম্পায়ার ও কিউরেটরকে ম্যাচ চালিয়ে যেতে হবে। তাঁরা পরিস্থিতি ঠিকভাবেই সামলেছেন, যার ফলে নূন্যতম সময় নষ্ট হয়।’
আরও পড়ুন:- ICC POTM: প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত কোহলি, প্রতিদ্বন্দ্বী কারা?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।