শুভব্রত মুখার্জি
বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দলের ভক্তদের জন্য সুখবর। ১৪ নভেম্বর বাংলাদেশে আসছেন টাইগারদের জাতীয় দলের কোচ দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে এমনটাই খবর। তবে টি-২০ বিশ্বকাপে দলের সঙ্গে থাকা ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। উল্লেখ্য, চলতি টি-২০ বিশ্বকাপে সুপার-১২ পর্যায়তেই শেষ হয়েছে বাংলাদেশের অভিযান। শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পর্যন্ত এসে গিয়েছিল। তবে পাকিস্তানকে হারিয়ে সেই সুযোগ তারা নিশ্চিত করতে পারেনি।
শ্রীধরন শ্রীরামের অধীনে টি-২০ বিশ্বকাপে নিজেদের সেরা ফল করেছে বাংলাদেশ। সুপার-১২ পর্যায়ে দুই জয়ের ফলে পরিসংখ্যানের বিচারে এ বারের বিশ্বকাপেই সবচেয়ে সফল টাইগাররা। টাইগারদের সাফল্য এনে দেওয়ার পরেও বিশ্বকাপ পরবর্তী সময়ে শ্রীরাম বাংলাদেশ দলে কোচ হিসেবে থাকবেন কিনা, তা নিয়ে আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ১৯৯২-এর পুনরাবৃত্তি- ৩০বছর পর MCG-তে ফাইনাল খেলবে পাকিস্তান,সব মিললে বিপদ ভারতের
শ্রীরামের সঙ্গে টি-২০ বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যদিও অধিনায়ক শাকিব আল হাসান প্রকাশ্যেই শ্রীরামকে রেখে দেওয়ার পক্ষে তাঁর মত দিয়েছেন। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। প্রধানত বাংলাদেশের টি-২০ দলকে ঢেলে নতুন করে সাজাতেই রাসেল ডোমিঙ্গোর পরিবর্তে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শ্রীরামের কাঁধে। আপাতত টি-২০- তে না থাকলেও ডোমিঙ্গো ওয়ানডে এবং টেস্ট ফর্ম্যাটে দায়িত্বে বহাল থাকছেন ।
আরও পড়ুন: এই হার হজম করা কঠিন-বোলারদের দুষলেন হতাশ কিউয়ি অধিনায়ক
৪ ডিসেম্বর থেকে শুরু হবে ভারতের বাংলাদেশ সফর। আসন্ন ভারত সিরিজ দিয়েই ডোমিঙ্গো ফের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন সুজন। তিনি জানিয়েছেন, ‘বিশ্বকাপ পর্যন্ত ছিল (শ্রীরামের চুক্তি), বিশ্বকাপ শেষ। এটা নিয়ে এখনও পর্যন্ত কথা হয়নি। সবাই ব্যস্ত ছিলাম। ফলে এটা নিয়ে কথা হয়নি। জানি না, এর পর ওরও (শ্রীধরন শ্রীরাম) উপর নির্ভর করছে। ও ফ্রি থাকবে কতটুকু। কতটা সময় দিতে পারবে আমাদের। আমরাও ওকে কতটুকু চাই। কী ভাবে চাই, যেহেতু রাসেল (ডোমিঙ্গো) আছে। ভারত সিরিজে রাসেল কাজ করবে। এটা আলাপ-আলোচনার ব্যাপার। এখনই কিছু বলা সম্ভব না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।