পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বর্তমানে সমালোচনার মুখে পড়েছেন। এর পিছনে তার ব্যাট ও অধিনায়কত্বের প্রসঙ্গ উঠে আসছে। এমনকি এই ব্যাটসম্যানকে পাকিস্তানের বহু প্রাক্তন ক্রিকেটার দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার।
এআরএআই নিউজের সঙ্গে কথা বলার সময়ে, পাকিস্তান দলের প্রাক্তন ক্রিকেটার ইউনিস খান এবং কামরান আকমল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এর পরে বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরে যেতে বলেছেন। কামরান আকমল বলেছেন, ‘যদি তিনি আমাকে বড় ভাই মনে করেন বা পিসিবি আমার সঙ্গে পরামর্শ করতে চায়, তাহলে আমি বলব বাবর আজমকে বিশ্বকাপের পর পদত্যাগ করা উচিত।’
আরও পড়ুন… কারা উঠবে সেমিতে? কিউয়িদের জয়ের পরে জমে উঠেছে T20 WC 2022-র Super 12-এর গ্রুপ 1
কামরান আকমল আরও বলেন, ‘আপনি যদি তার কাছ থেকে ২২ হাজার বা ২৫ হাজার রান করার আশা করেন, তাহলে তাঁকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে দিন। অন্যথায় সে খুব চাপে পড়বে এবং তাঁর পারফরম্যান্স কমে যাবে। যদি বাবর অথবা আমার কাকা যদি বোঝেন তাহলে আমি মনে করি তাঁর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করা উচিত। বিরাট কোহলির মতো আপনিও ক্রিকেটে মনোযোগ দিন।’
সম্পর্কের ক্ষেত্রে বাবর আজমের ভাইপো বলে মনে করা কামরান আকমল বলেন, ‘যদি তিনি দীর্ঘ সময় খেলতে চান, তাহলে তাঁর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত, কারণ পাকিস্তানে তাঁর মতো কোনও ব্যাটসম্যান নেই। আপনি যদি চান তাঁকে থাকতে দলের অধিনায়ক, তাই পাকিস্তান ক্রিকেটকে বড় ক্ষতির মুখে পড়তে হবে, কারণ তিনি ব্যাটসম্যান হিসেবে বেশিদিন খেলতে পারবেন না।’
আরও পড়ুন… এখনই সব আশা শেষ হয়ে যায়নি, T20 WC 2022-এর সেমিতে ওঠার স্বপ্ন দেখছেন হ্যারিস রউফ
একইসঙ্গে ইউনিস খানের কাছে এ বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, জাতীয় দলে নেতৃত্ব দিতে যা প্রয়োজন তা বাবরের নেই। তিনি বলেন, ‘আমরা বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছি। আপনি যদি একই ভুল পুনরাবৃত্তি করেন তবে এটি আপনার অভ্যাসে পরিণত হবে, হয়তো আপনি মনোযোগ দিতে পারবেন না। তিনি একজন শীর্ষ শ্রেণীর ব্যাটসম্যান এবং একজন ভালো মানুষ। পৃথিবী সবার নেতৃত্বের গুণাবলী থাকে না। কামরান আকমল যেমন বলেছেন, তার অধিনায়কত্বে কোনও চমক নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।