ICC World Cup 2023 Schedule Live Updates: ১২টি শহরে খেলা হবে বিশ্বকাপে মূলপর্বের ম্যাচ ও অনুশীলন ম্যাচগুলি।
বিশ্বকাপের ট্রফি। ছবি- টুইটার।
নির্ধারিত উইন্ডো অনুযায়ী ঠিক ১০০ দিন পরে শুরু হবে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচি ঘোষিত হয় হয় মঙ্গলবার। আইসিসির তরফে প্রকাশ করা হয় বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। চোখ ছিল বেশ কয়েকটি বিষয়ের দিকে। প্রথমত, পাকিস্তান আদৌ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলতে নামে কিনা, সেটা স্পষ্ট হয়ে যায় এদিনই। কলকাতার ইডেন গার্ডেন্স বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পায় কিনা, ক্রিকেটপ্রেমীদের নজর ছিল সেই দিকেও। শেষমেশ ইডেনের ভাগ্যে শিকে ছেঁড়ে।
27 Jun 2023, 03:34 PM IST
আফগানিস্তানের বিশ্বকাপ সূচি
৭ অক্টোবর- বনাম বাংলাদেশ (ধরমশালা) ১১ অক্টোবর- বনাম ভারত (দিল্লি) ১৪ অক্টোবর- বনাম ইংল্যান্ড (দিল্লি) ১৮ অক্টোবর- বনাম নিউজিল্যান্ড (চেন্নাই) ২৩ অক্টোবর- বনাম পাকিস্তান (চেন্নাই) ৩০ অক্টোবর- বনাম যোগ্যতা অর্জনকারী দল (পুণে) ৩ নভেম্বর- বনাম যোগ্যতা অর্জনকারী দল (লখনউ) ৭ নভেম্বর- বনাম অস্ট্রেলিয়া (মুম্বই) ১০ নভেম্বর- বনাম দক্ষিণ আফ্রিকা (আমদাবাদ)
27 Jun 2023, 03:10 PM IST
ইংল্যান্ডের বিশ্বকাপ সূচি
৫ অক্টোবর- বনাম নিউজিল্যান্ড (আমদাবাদ) ১০ অক্টোবর- বনাম বাংলাদেশ (ধরমশালা) ১৪ অক্টোবর- বনাম আফগানিস্তান (দিল্লি) ২১ অক্টোবর- বনাম দক্ষিণ আফ্রিকা (মুম্বই) ২৬ অক্টোবর- বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু) ২৯ অক্টোবর- বনাম ভারত (লখনউ) ৪ নভেম্বর- বনাম অস্ট্রেলিয়া (আমদাবাদ) ৮ নভেম্বর- বনাম যোগ্যতা অর্জনকারী দল (পুণে) ১২ নভেম্বর- বনাম পাকিস্তান (কলকাতা)
27 Jun 2023, 01:53 PM IST
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সূচি
৮ অক্টোবর- বনাম ভারত (চেন্নাই) ১৩ অক্টোবর- বনাম দক্ষিণ আফ্রিকা (লখনউ) ১৬ অক্টোবর- বনাম যোগ্যতা অর্জনকারী দল (লখনউ) ২০ অক্টোবর- বনাম পাকিস্তান (বেঙ্গালুরু) ২৫ অক্টোবর- বনাম যোগ্যতা অর্জনকারী দল (দিল্লি) ২৮ অক্টোবর- বনাম নিউজিল্যান্ড (ধরমশালা) ৪ নভেম্বর- বনাম ইংল্যান্ড (আমদাবাদ) ৭ নভেম্বর- বনাম আফগানিস্তান (মুম্বই) ১২ নভেম্বর- বনাম বাংলাদেশ (পুণে)
চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। আমদাবাদে খেলা হবে ভারত-পাক ম্যাচ। বিস্তারিত পড়ুন:- India's World Cup Fixtures: ভারত-পাক ম্যাচ আমদাবাদেই, ইডেনে রোহিতরা খেলবে প্রোটিয়াদের বিরুদ্ধে- ভারতের পূর্ণাঙ্গ সূচি
27 Jun 2023, 12:26 PM IST
কোন কোন শহরে খেলা হবে বিশ্বকাপ
আমদাবাদ, মুম্বই, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, কলকাতা, হায়দরাবাদ, ধরমশালা, দিল্লি, লখনউ ও গুয়াহাটিতে খেলা হবে বিশ্বকাপের ম্যাচগুলি।
27 Jun 2023, 12:09 PM IST
ইডেন পেল সেমিফাইনাল
ভারত-পাক ম্যাচ ও বিশ্বকাপের ফাইনাল খেলা হবে আমদাবাদে। ইডেন ও ওয়াংখেড়েতে খেলা হবে সেমিফাইনাল। ৫ অক্টোবর আমদাবাদেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে লড়াই চালাবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৫ নভেম্বর মুম্বইয়ে খেলা হবে প্রথম সেমিফাইনাল। ১৬ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনাল ম্যাচ খেলা হবে ১৯ নভেম্বর।
27 Jun 2023, 12:04 PM IST
শুরু বিশ্বকাপের সূচি ঘোষণা অনুষ্ঠান
গৌরব কাপুরের সঞ্চালনায় শুরু বিশ্বকাপের সূচি ঘোষণা অনুষ্ঠান। তিনি মঞ্চে ডেকে নেন আইসিসির সিইও জিওফ ও বিসিসিআই সচিব জয় শাহকে।
27 Jun 2023, 11:34 AM IST
১০টি কেন্দ্রে খেলা হতে পারে বিশ্বকাপের ম্যাচগুলি
১০টি আলাদা কেন্দ্রে বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হতে পারে। সেই সঙ্গে অন্য ২টি স্টেডিয়ামে খেলা হতে পারে টুর্নামেন্টের আগে অনুশীলন ম্যাচগুলি। ৪৬ দিনের টুর্নামেন্টে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী আমদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, মুম্বই, পুণে ও তিরুবনন্তপুরমে খেলা হবে বিশ্বকাপের ম্যাচগুলি।
27 Jun 2023, 11:25 AM IST
বিশ্বভ্রমনে বিশ্বকাপের ট্রফি
আইসিসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী মোট ১৮টি দেশে ঘুরবে বিশ্বকাপের ট্রফি। এ যাবৎ, এটিই ক্রিকেট বিশ্বকাপের সব থেকে বড় ট্রফি ট্যুর হতে চলেছে।
27 Jun 2023, 10:58 AM IST
কোন আটটি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে?
আয়োজক ভারত ছাড়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। চলতি কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে ২টি দল মূলপর্বের টিকিট হাতে পাবে।
27 Jun 2023, 10:41 AM IST
কারা প্রকাশ করবেন সূচি?
বীরেন্দ্র সেহওয়াগ, মুথাইয়া মুরলিধরন, বিসিসিআই সচিব জয় শাহ ও আইসিসির সিইও জিওফ অ্যালারডিস প্রকাশ করবেন বিশ্বকাপ ২০২৩-এর পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা হবে বেলা ১২টা নাগাদ। স্টার স্পোর্টসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছাড়াও হটস্টারে সরাসরি সম্প্রচারিত হবে সূচি প্রকাশ অনুষ্ঠান।
27 Jun 2023, 10:12 AM IST
ইডেন কি পাবে সেমিফাইনাল?
ওয়াংখেড়ে ও ইডেনে অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপের ২টি সেমিফাইনাল ম্যাচ। তবে লড়াইয়ে রয়েছে চেন্নাইও। তাই এখনও এটা নিশ্চিত নয় যে, ইডেনের ভাগ্যে সেমিফাইনালের মতো বড় ম্যাচ জুটবে কিনা।
27 Jun 2023, 09:58 AM IST
পাকিস্তানের আপত্তি ধোপে টিকবে?
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে লিগের ম্যাচ খেলা নিয়ে প্রবল আপত্তি পাকিস্তানের। যদিও ফাইনালে উঠলে আমদাবাদে খেলতে রাজি তারা। যদিও বিসিসিআই বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে ভারত-পাক মহারণ আয়োজন করতে বদ্ধপরিকর। এখন দেখার যে, পাকিস্তানের আপত্তি ধোপে টেকে কিনা।
27 Jun 2023, 09:58 AM IST
কবে শুরু হতে পারে বিশ্বকাপ
প্রাথমিক খবর অনুযায়ী ৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ২০২৩। ৯ নভেম্বর ফাইনাল ম্যাচও খেলা হওয়ার কথা সেখানেই।