
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের নবতম উদীয়মান তারকা নিঃসন্দেহে শিবম মাভি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই প্রাক্তন ক্রিকেটার জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। চার ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। গুজরাট টাইটানসের এই তরুণ পেসারকে খেলতে গিয়ে বারবার সমস্যাতে পড়তে হয়েছে লঙ্কান ব্যাটারদের সামনে। সেই মাভিই জানিয়ে দিলেন পাওয়ার প্লেতে বল করা তাঁর লক্ষ্য। শুধু তাই নয় এর পাশাপাশি প্রথমদিকে উইকেট নেওয়াটাও লক্ষ্য তাঁর।
আরও পড়ুন… ভারতীয় ক্রিকেট বড়, IPL নয়- ক্রিকেটারদের বিশ্রাম প্রসঙ্গে LSG মেন্টর গম্ভীরের বড় মন্তব্য
২৪ বছর বয়সি নয়ডার এই পেসার জানিয়েছেন, ‘আমার প্রাথমিক লক্ষ্য পাওয়ার প্লেতে আক্রমণাত্মক বোলিং করা। বিপক্ষকে পাওয়ার প্লেতে আক্রমণ করাটাই আমার লক্ষ্য। আমি সব সময় ব্যাটারকে হয় বোল্ড না হয় এলবিডব্লিউ আউট করার চেষ্টাতে থাকি।আমার বিরুদ্ধে বাউন্ডারি মারল কি মারল না তা নিয়ে মাথা ঘামাই না। উইকেট তুলে নেওয়াটাই আমার লক্ষ্য।’
আরও পড়ুন… ভিডিয়ো: বাংলাদেশের বিরুদ্ধে ক্যাচ মিসের কারণ কী? দুরন্ত ক্যাচ ধরা ইশান কিষাণ দিলেন উত্তর
নিজের অভিষেক প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘এটা আমার কাছে স্বপ্ন সত্যি হল যেন। প্রথম ম্যাচেই সুযোগ পাওয়াটা কঠিন ছিল। তবে সৌভাগ্যবশত আমি প্রথম ম্যাচে সুযোগ পাই। আর তার উপর এটা আমার প্রথম আন্তর্জাতিক সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার এই মুহূর্তটার জন্য আমি গত সাত বছর ধরে অপেক্ষা করছিলাম। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকেই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। আমি নিজের উপর বিশ্বাস রেখেছি। কঠোর পরিশ্রম করেছি, অনুশীলন করেছি। আমার বিশ্বাস ছিল একদিন ভারতে হয়ে খেলতে পারব। ভারতের হয়ে পারফরম্যান্স করতে পারব।’
শিবম মাভি আরও জানিয়েছেন, ‘২০১৮ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলাকালীন আমি চোট পাই। যদিও এরপরে আমি আইপিএলে খেলি। তবে সেবার চোট নিয়েই খেলেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি আমার ফিটনেস বাড়াতে হবে। কারণ আমি পারফরম্যান্স করার পাশাপাশি চোটও পাচ্ছিলাম। আমার ফিটনেসের উপর কঠোরভাবে কাজ করা শুরু করি। যা এই ম্যাচে আমার জন্য খুব উপকারী হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports