Anwar Ali Transfer News: আনোয়ার আলির দলবদলের গল্পে নতুন মোড়! এবার যেন সোজা ব্যাটে ছক্কা হাঁকাল মোহনবাগান। আনোয়ার আলির দলবদলের বিতর্কের মাঝেই নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে নতুন একটি পোস্ট করেছে মোহনবাগান। যেখানে দেখা যাচ্ছে আনোয়ার আলির সেরা কিছু মুহূর্ত। এই ভিডিয়োতে আনোয়ার আলিকে যেমন ডিফেন্স করতে দেখা যাচ্ছে তেমনই গোল করতেও দেখা যাচ্ছে। আসলে এই ভিডিয়োর মাধ্যমে আনোয়ার আলির সেরাটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে মোহনবাগান। আর এই ভিডিয়োর নীচে একটি বার্তায় লেখা হয়েছে, ‘Watch and l̶e̶a̶r̶n̶ burn’ যদি এর অর্থ বের করা হয় তাহলে বাংলায় তার মানে দাঁড়ায় ‘দেখবি আর জ্বলবি’।
এই বার্তাটা মোহনবাগানের তরফ থেকে কাদের দেওয়া হল! কেনই বা এমন বার্তা দিল মোহনবাগান? নানা প্রশ্নের উত্তরটা লুকিয়ে রয়েছে কয়েকদিন ধরে চলা আনোয়ার আলির দল বদলের চিত্রনাট্যের মধ্যে। কয়েক দিন ধরে আনোয়ার আলিকে নাটক চলছিল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল তাতে মনে করা হচ্ছিল ইস্টবেঙ্গলে সই করতে পারেন আনোয়ার আলি। তবে এরপরেই তৈরি হয় আইনি জটিলতা। লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে ভারতীয় দলের এই ডিফেন্ডার নামতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। গোটা বিষয়টা খতিয়ে দেখবে এআইএফএফ-এর (প্লেয়ার স্টেটাস কমিটি। সূত্রের খবর ছিল কেরিয়ার বাঁচানোর স্বার্থে আনোয়ার নিজেও সেই আবেদন করেছেন।
আরও পড়ুন… ইন্ডোর স্টেডিয়ামে টেস্ট ম্যাচ! হোবার্টে ক্রিকেট অস্ট্রেলিয়ার অভিনব উদ্যোগ, তৈরি ব্লু প্রিন্ট
ফেডারেশনের প্রাথমিক পর্যবেক্ষণ অনুসারে লোন ডিল নিয়ে যে নিয়ম ফিফা চালু করেছে, তা ভারতের ক্ষেত্রে কার্যকর হবে ২০২৫-এর জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডো থেকে। এদিকে এখন চলছে অগস্টের ট্রান্সফার উইন্ডো। ইস্টবেঙ্গল তার মধ্যেই এই ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে। ফলে এখন যা পরিস্থিতি তাতে লাল-হলুদে সই করলেও এখনও আনোয়ার আলির খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না কোনও পক্ষ। সরকারি ঘোষণাও হয়নি। যদিও মোহনবাগান সুপার জায়েন্ট দুইদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুঝিয়ে দিয়েছে, আনোয়ার তাদের দলেই রয়েছেন।
ফিফার আইনে কী রয়েছে?
ফিফার আইনের ১.৩(বি) ধারায় বলা হয়েছে, ‘ফিফার সমস্ত সদস্য দেশকে ঘরোয়া টুর্নামেন্টে দেশীয় ফুটবলারদের লোন সংক্রান্ত নিয়ম বদল করতে বলা হচ্ছে। ১ জুলাই ২০২২ থেকে ৩ বছরের সময় দেওয়া হচ্ছে।’ এআইএফএফ জানিয়েছে, পরবর্তী ট্রান্সফার উইন্ডো থেকে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ আনোয়ারকে ইস্টবেঙ্গলে খেলতে হলে মোহনবাগান সুপার জায়েন্টের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসতে হবে। যদিও এ ব্যাপারেও কোনও বক্তব্য জানায়নি কোনও পক্ষ।
তবে এর মাঝেই মোহনবাগানের এই পোস্ট আগুনে ঘি দিয়েছে। ২০২৩ মরশুমে চার বছরের লোন ডিলে দিল্লি এফসি থেকে মোহনবাগানে এসেছিলেন আনোয়ার আলি। মরশুমের অনেকটা সময় চোটের জন্য বাইরে থাকতে হলেও, যেটুকু খেলেছেন তাতে ভরসা দিয়েছেন এই ডিফেন্ডার। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে গোলও রয়েছে তাঁর। তবে এবার তাঁর ভবিষ্যৎ কী হবে তা এখনই বলা যাচ্ছে না। ইস্টবেঙ্গলের হয়ে চুক্তি সই করলেও তিনি কোন দলে খেলবেন তা এখনই বলা যাচ্ছে না। বেশকিছু মোহনবাগান সমর্থক বলছেন আনোয়ার আলি ইস্যু এখন ক্লাবের কাছে প্রেসটিজ ইস্যু হয়ে গিয়েছে। কোনও ভাবেই ইস্টবেঙ্গলের জার্সি আনোয়ার আলির গায়ে তুলতে দেওয়া যাবে না। এদিকে ইস্টবেঙ্গল সমর্থকেরাও চাইছেন এই লড়াই জিতুক তাদের ক্লাব। এখন দেখার শেষ পর্যন্ত কারা দেখে আর কারা জ্বলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।