সেরা ছয়ে থাকার মতো দল তারা নয়। এবং দলে সেই মানের খেলোয়াড়ও নেই, রবিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে জোড়া গোলে হারের পরে ফের ভাঙা রেকর্ড বাজালেন স্টিফেন কনস্ট্যান্টাই। অথচ চেন্নাইয়িনের বিরুদ্ধে নামার আগেই ব্রিটিশ কোচ দাবী করেছিলেন, লাল-হলুদ ব্রিগেড ছন্দে থাকলে যে কোনও বড় দলকে হারানোর ক্ষমতা রাখে। তবে একটা ম্যাচ হারতেই পাল্টি খেলেন তিনি।
আরও পড়ুন: অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন, ২ ম্যাচ বাকি থাকতেই ISL 2022-23-এর লিগ শিল্ড জয় মুম্বইয়ের
তবে কনস্ট্যান্টাইনের আশা, আগামী মরশুমে আরও ভালো দল এবং প্রস্তুতি নিয়ে নামতে পারলে সেরা ছয়ে থাকতে পারবেন। চেন্নাইয়িনের বিরুদ্ধে হেরে লাল-হলুদ কোচ বলেন, ‘যদি কেউ ভেবে থাকেন, আমরা সেরা ছয়ে থাকবই, তা হলে সেটা ঠিক নয়। কারণ, সেরা ছয়ে থাকার মতো দল আমার হাতে নেই। সেই মানের খেলোয়াড় নেই আমাদের দলে। তাও যথেষ্ট পরিশ্রম করেছে দলের ছেলেরা। পাঁচটা ম্যাচ জিতেছি, যা এর আগে (আইএসএলে) কখনও পারিনি আমরা। এই ম্যাচের আগে দুটো ম্যাচে অপরাজিতও ছিলাম আমরা। এই মরশুমটা ঠিকঠাক না গেলেও, পরের মরশুমে আমরা আরও ভাল প্রস্তুতি নিয়ে নামব। আশা করি, আগামী মরশুমে সেরা ছয়ে থাকতে পারব।’
আরও পড়ুন: হেরেই চলেছে ইস্টবেঙ্গল, চেন্নাইয়িনের কাছেও মুখ পোড়াল কনস্ট্যান্টাইনের টিম
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।